kolkata

2 months ago

Bank Holidays: পুজোর মাসে বেশ ক’দিন ব্যাঙ্ক বন্ধ

Bank Holidays
Bank Holidays

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- পুজোর মাস অক্টোবর এসে গেলো বলে! পরপর পুজো রয়েছে। দুর্গাপুজো, নবরাত্রি, দশহরা থেকে কালীপুজো, দীপাবলী একের পর এক উৎসব। গোটা দেশে মোট ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক আগামী মাসে। যদিও এই বন্ধ থাকবে স্থানীয় ঐতিহ্য মেনে।

শনিবার ও রবিবার ছুটির দিন বাদ দিলে, এই ছুটির তালিকায় ধরা আছে নানারকম উৎসব। জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচনের জন্য একদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক আগামী মাসে। একইসঙ্গে গান্ধী জয়ন্তী, দুর্গাপূজা, দশহরা, লক্ষ্মীপূজা, কালীপূজা বা দীপাবলী এবং কাটি বিহুর জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক। তাই কোনও জরুরি কাজ থাকলে আগে থেকে পরিকল্পনা করে নিতে হবে। ছুটির তালিকা দেখে নিয়ে তবেই ব্যাঙ্কে যাওয়া উচিত, নাহলে ফিরে আসতে হবে।

ব্যাঙ্ক বন্ধ থাকলে অনেক কাজই আটকে যায় গ্রাহকদের। এই পরিস্থিতিতে গ্রাহকদের সুবিধের জন্য ভারতের রিজার্ভ ব্যাঙ্ক প্রত্যেক মাসের শুরুতে সেই মাসের ছুটির তালিকা প্রকাশ করে সকলের অবগতির জন্য। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মত অনুসারে, অক্টোবর মাসে ৩১ দিনের মধ্যে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা। শনিবার ও রবিবার ছুটির দিন বাদ দিলে, এই ছুটির তালিকায় ধরা আছে নানারকম উৎসব। জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচনের জন্য একদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক আগামী মাসে। একইসঙ্গে গান্ধী জয়ন্তী, দুর্গাপূজা, দশহরা, লক্ষ্মীপূজা, কালীপূজা বা দীপাবলী এবং কাটি বিহুর জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক।

অক্টোবরে কবে কবে ছুটি থাকবে ব্যাঙ্কের—

১ অক্টোবর ২০২৪- বিধানসভা নির্বাচনের জন্য জম্মুতে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

২ অক্টোবর ২০২৪- গান্ধী জয়ন্তী উপলক্ষে সারা দেশেই এদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।

৩ অক্টোবর ২০২৪- নবরাত্রি শুরু হওয়ার দরুণ জয়পুরে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

৬ অক্টোবর ২০২৪- রবিবার সারা দেশেই বন্ধ থাকবে ব্যাঙ্ক, এটি সাপ্তাহিক নিয়মিত ছুটি।

১০ অক্টবর ২০২৪- আগরতলা, গুয়াহাটি, কোহিমা ও কলকাতায় দুর্গাপুজো, মহাসপ্তমীর কারণে বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা।

১১ অক্টোবর ২০২৪- মহাষ্টমী ও মহানবমীর কারণে আগরতলা, ভুবনেশ্বর, বেঙ্গালুরু, চেন্নাই, গ্যাংটক, গুয়াহাটি, ইম্ফল, ইটানগর, কোহিমা, কলকাতা, পাটনা, রাঁচি, শিলং ইত্যাদি জায়গায় ব্যাঙ্ককর্মীদের ছুটি থাকবে।

১২ অক্টোবর ২০২৪ – সার দেশেই বিজয়া দশমী হিসেবে এদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।

১৩ অক্টোবর ২০২৪- এদিন রবিবার। তাই নিয়মিত ছুটি ব্যাঙ্কে।

১৪ অক্টোবর ২০২৪- এদিন গ্যাংটকে দাসেন উৎসব বা দুর্গাপুজোর কারণে ছুটি রয়েছে।

১৬ অক্টোবর ২০২৪- আগরতলা ও কলকাতায় এদিন লক্ষ্মীপূজার কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৭ অক্টোবর ২০২৪- বেঙ্গালুরু ও গুয়াহাটিতে মহর্ষি বাল্মীকী ও কাটি বিহুর কারণে ব্যাঙ্কে ছুটি।

২০ অক্টোবর ২০২৪- রবিবার। তাই সারা দেশেই ব্যাঙ্ক বন্ধ।

২৬ অক্টোবর ২০২৪ – চতুর্থ শনিবার হিসেবে এদিন দেশে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

২৭ অক্টোবর ২০২৪ – এদিন রবিবার, তাই সারা দেশেই বন্ধ থাকবে ব্যাঙ্ক।

৩১ অক্টোবর ২০২৪ – এদিন দীপাবলী বা কালীপুজো। তাই এই উৎসবের আবহে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

You might also like!