Country

2 hours ago

Mumbai Rain News: ভারী বৃষ্টিতে জলমগ্ন মুম্বই, বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন

Mumbai Weather Today
Mumbai Weather Today

 

মুম্বই, ১৯ আগস্ট : বৃষ্টি হয়েই চলেছে মুম্বইয়ে। ভারী বৃষ্টিতে বাণিজ্যনগরীর স্বাভাবিক জনজীবন কার্যত বিপর্যস্ত। মুম্বইয়ে সোমবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি মঙ্গলবারও অব্যাহত রয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে আন্ধেরি সাবওয়ে এখনও বন্ধ রয়েছে। আন্ধেরির বহু রাস্তায় জলমগ্ন হয়ে পড়েছে। মুষলধারে বৃষ্টিতে ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়েও জলমগ্ন। বৃহন্মুম্বই পৌর নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৮ আগস্ট সকাল ৮টা থেকে ১৯ আগস্ট সকাল ৭টা পর্যন্ত মুম্বই ও সংলগ্ন অঞ্চলগুলিতে ভারী বৃষ্টিপাত রেকর্ড করেছে। কর্তৃপক্ষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে।

এদিকে, গত চার দিন ধরে ভারী বৃষ্টিপাতের ফলে নান্দেদ জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মুখেদ তালুকের হাসনাল-সহ গ্রামগুলি ডুবে গেছে। হাসনালে তিনজনের মৃত্যু হয়েছে, আর তিনজন এখনও নিখোঁজ। এসডিআরএফ টিম উদ্ধার অভিযান চালাচ্ছে। মঙ্গলবার সকালে এসডিআরএফ-এর একজন কর্মী বলেছেন, "আমরা চারটি নৌকা ব্যবহার করে উদ্ধার অভিযান পরিচালনা করেছি। অভিযানের সময়, আমরা তিন থেকে চারটি গ্রামে অভিযান চালিয়ে এখনও পর্যন্ত প্রায় ২৭৫ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। হাসনাল গ্রামে তল্লাশি চালানোর সময়, আমরা প্রায় ৩টি মৃতদেহ উদ্ধার করেছি।"


You might also like!