Technology

3 hours ago

Digha Tourism: দিঘায় পর্যটকদের জন্য স্বস্তির খবরে 'যাত্রী সাথী' অ্যাপ, এবার এক ক্লিকেই মিলবে গাড়ি!

Digha Yatri Sathi
Digha Yatri Sathi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দিঘায় ঘুরতে গিয়ে গাড়ি বা অটো বুকিংয়ের সমস্যায় বহু পর্যটকই পড়েছেন বিপাকে। কখনও অপ্রয়োজনীয় অতিরিক্ত ভাড়া দাবি, তো কখনও চালকদের দুর্ব্যবহার—এসব ঘটনা ঘিরে ক্রমেই ক্ষোভ বাড়ছিল ভ্রমণপ্রেমীদের মধ্যে। ভিড়ের সুযোগ নিয়ে একাংশ অসাধু চালকের জুলুমবাজি রীতিমতো দিঘা ঘুরতে যাওয়া পর্যটকদের মাথাব্যথার কারণ হয়ে উঠছিল। তবে এবার সেই সমস্যার স্থায়ী সমাধানে বড়সড় পদক্ষেপ নিল প্রশাসন। পর্যটকদের স্বস্তি দিতে দিঘাতেও চালু হল সরকারি মোবাইল অ্যাপ ‘যাত্রী সাথী’। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের এই উদ্যোগের মাধ্যমে এক ক্লিকেই ফোনে বুক করা যাবে ক্যাব বা অটো, যা নির্দিষ্ট সময়ে পৌঁছে যাবে  হোটেল বা অবস্থানস্থলে। 

যাত্রী সাথী’ মূলত একটি মোবাইল অ্যাপ্লিকেশন, যা পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এবং প্রশাসনের যৌথ উদ্যোগে তৈরি। এই অ্যাপের মাধ্যমে পর্যটকরা দিন-রাত, যে কোনও সময়ে সরকারি অনুমোদিত ক্যাব বা অটো বুক করতে পারবেন। অ্যাপটির উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। উদ্বোধনী  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও। উল্লেখ্য, জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই দিঘায় পর্যটকদের ভিড় বেড়েছে কয়েক গুণ। শনি-রবিবার কিংবা ছুটির দিনে তো পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। হোটেলে জায়গা পাওয়া কঠিন, তার ওপর পর্যটকদের কাছ থেকে বাড়তি  ভাড়া আদায়ের একাধিক অভিযোগ স্থানীয় প্রশাসনের কাছে জমা পড়ে চলেছে। এই পরিস্থিতিতে ‘যাত্রী সাথী’ অ্যাপ পর্যটকদের নিরাপদ ও স্বচ্ছ পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে এসেছে। জানা গিয়েছে, এখনও পর্যন্ত ১৩০টিরও বেশি অটো ও ক্যাব যুক্ত হয়েছে এই অ্যাপের সঙ্গে, এবং সংখ্যাটি ভবিষ্যতে আরও বাড়বে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। 

পর্যটকদের সুবিধা হিসেবে থাকছে — 

• নির্দিষ্ট রেট চার্ট অনুযায়ী ভাড়া;

• কোনও ধরনের দরদাম বা অতিরিক্ত অর্থ দাবি নয়;

• ফোনেই বুকিং, হোটেলেই গাড়ি হাজির;

• চালকদের ভেরিফিকেশন সম্পূর্ণ, ফলে নিরাপত্তাও নিশ্চিত;

• ২৪x৭ পরিষেবা।  

শুধু ক্যাবই নয়, এই অ্যাপের মাধ্যমে সরকারি বাসেরও সমস্ত তথ্য পাবেন পর্যটকরা। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানিয়েছেন,”দেশ-বিদেশের পর্যটকরা এখন দিঘায় আসছেন। যাত্রী পরিষেবার মান আরও ভালো করতেই পশ্চিমবঙ্গ সরকারের ‘যাত্রী সাথী’ অ্যাপ দিঘায় চালু করা হল। স্মার্টফোনে এই  অ্যাপের মাধ্যমেই গাড়ি বুকিং করা যাবে।” তবে শুধু দিঘার মধ্যেই নয়, এই অ্যাপের মাধ্যমে ক্যাব বুক করে পর্যটকরা মন্দারমণি, তাজপুর পর্যন্ত পর্যটকরা বেড়াতে যেতে পারবেন বলেও জানিয়েছেন পুলিশ সুপার। 

You might also like!