kolkata

3 hours ago

Mamata Banerjee: ২৬ দিনেই ১ কোটিরও বেশি মানুষের অংশগ্রহণ—‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচিতে তুঙ্গে সাড়া, মুখ্যমন্ত্রীর কৃতজ্ঞতা প্রকাশ!

Mamata Banerjee
Mamata Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শুরু মাত্র ২৬ দিন, আর তাতেই বিপুল সাড়া। পশ্চিমবঙ্গ সরকারের ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচিতে ইতিমধ্যেই অংশ নিয়েছেন ১ কোটিরও বেশি মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই প্রকল্প রাজ্যের জনসংযোগ ও পরিষেবা দেওয়ার ক্ষেত্রে নতুন নজির গড়ছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। সোশাল মিডিয়ায় এই সাফল্যের কথা তুলে ধরে জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকদের ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিও পোস্ট করে লিখলেন, “আন্তরিক কৃতজ্ঞতা জানাই বাংলার প্রতিটি মানুষকে, যাঁরা আমাদের উপর বিশ্বাস রেখেছেন।” 

রাজ্যে বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। এমন সময় মানুষের দৈনন্দিন সমস্যা মেটাতে সরাসরি পাড়ায় পাড়ায় পৌঁছে যাচ্ছে প্রশাসন। গত মাসে এই প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক ২৬ দিন আগে শুরু হয় মাটি ছোঁয়া এই উদ্যোগ। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচির  অধীনে সরকারি আধিকারিকরা বিভিন্ন এলাকায় গিয়ে সরাসরি বাসিন্দাদের অভিযোগ শুনছেন। রাস্তাঘাট, পানীয় জল, নিকাশি, বিদ্যুৎ, স্বাস্থ্য পরিষেবা—যে কোনও নাগরিক সমস্যার কথা জানানো যাচ্ছে এই ফোরামে। অনেক ক্ষেত্রেই সমস্যার সমাধান করা হচ্ছে দ্রুততার সঙ্গে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই কর্মসূচি  রাজ্য সরকারের জন্য একদিকে যেমন জনসংযোগের বড় হাতিয়ার, তেমনই জনগণের আস্থা ফেরানোর একটি কার্যকরী উদ্যোগও বটে। ভোটের আগে মানুষের পাশে দাঁড়িয়ে সরকার যে কাজের ওপরই জোর দিচ্ছে, তা স্পষ্ট এই প্রকল্পে। সরকারি সূত্রে জানা যাচ্ছে, রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই হাজার হাজার  ‘সমাধান শিবির’ বসেছে। মাঠে নেমেছেন পুরসভা, পঞ্চায়েত ও ব্লক স্তরের আধিকারিকরা। 

ঠিক কী লিখেছেন মমতা? তিনি লেখেন, “অত্যন্ত গর্বের এবং আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, মাত্র ২৬ দিনে বাংলার ১ কোটিরও বেশি মানুষ রাজ্যজুড়ে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এর প্রায় ১৪ হাজার ৫০০টি শিবিরে এসে তাঁদের এলাকার সমস্যার নিরসনের লক্ষ্যে অংশগ্রহণ করেছেন। কোটির রেখা অতিক্রমে  সকলকে অভিনন্দন। জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকদের ধন্যবাদ।” তিনি আরও লেখেন, “বাংলার প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। পাশাপাশি, আমাদের মা- মাটি-মানুষের সরকার আপনাদের প্রতি দায়বদ্ধতা আরও সুনিশ্চিত করতে এবং আপনাদের সমস্যার আশু সমাধানে  সবসময় আপনাদের পাশে আছে ও আগামী দিনেও থাকবে। কথা দিলাম।” 


You might also like!