kolkata

1 day ago

Threat culture reaction : কোনও কলেজে থ্রেট কালচার নেই! সুকান্তর পাল্টা দাবি করলেন ব্রাত্য

Bratya Basu and sukanta majumder (symbolic picture)
Bratya Basu and sukanta majumder (symbolic picture)

 

কলকাতা, ২৬ সেপ্টেম্বর : কলেজ, বিশ্ববিদ্যালয় গুলিতে কোনও থ্রেট কালচার নেই। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদারের অভিযোগকে কার্যত উড়িয়ে দিলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। বৃহস্পতিবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করতে গিয়ে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, বিগত সাত বছর ধরে কলেজ, বিশ্ববিদ্যালয় গুলিতে কোনও নির্বাচন হচ্ছে না। ফলে কোনও টিএমসি ইউনিয়নের থাকার কথা নয়। সেক্ষেত্রে সুকান্ত বাবু যেটা বলছেন সেটা সত্য থেকে অনেকটাই দূরে। বরং উনি নিজের ছাত্র সংগঠন এবিভিপিকে আরও মজবুত করুন। মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন পুজোর পরে কলেজগুলিতে নির্বাচন নিয়ে তিনি পদক্ষেপ গ্রহণ করবেন। পাশাপাশি এদিন তিনি পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কার নিয়েও ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বিদ্যাসাগর হঠাৎ করে প্রাসঙ্গিক হয়ে ওঠে না তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি সমাজের যে কোনও মুহূর্তে যে কোনও সময় প্রাসঙ্গিক হতে পারেন। এদিন পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে ২০৫ তম জন্মতিথি উপলক্ষে কলেজ স্কয়ারে তার মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। পাশাপাশি তিনি আরও জানান, আপার প্রাইমারি ও এসএসসি উভয় ক্ষেত্রেই জোরকদমে কাজ চলছে, তালিকাও প্রকাশ হয়েছে, খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়ে যাবে।

You might also like!