Technology

2 hours ago

Realme P4 Pro 5G: Realme P4 সিরিজে বাজিমাত! ভারতে এল 80W ফাস্ট চার্জিং ও HyperVision AI চিপসেটযুক্ত ফোন!

Realme P4 5G mobile
Realme P4 5G mobile

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আজ Realme তাদের নতুন ‘P’ সিরিজ Realme P4 5G স্মার্টফোন ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। এর মূল আকর্ষণ হলো  7,000mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং, এবং শক্তিশালী Dimensity 7400 Ultra চিপসেট। তিনটি র‍্যাম-স্টোরেজ বিকল্পে পাওয়া যাচ্ছে এই ফোন:

6GB RAM + 128GB স্টোরেজ – 18,499 টাকা

8GB RAM + 128GB স্টোরেজ – 19,499 টাকা

8GB RAM + 256GB স্টোরেজ – 21,499 টাকা 

ভারতে realme P4 5G স্মার্টফোনটি 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 18,499 টাকা, 8GB RAM + 128GB স্টোরেজ অপশন 19,499 টাকা এবং 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 21,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে। আগামী 25 আগস্ট থেকে স্মার্টফোনটির সেল শুরু হবে এবং  স্মার্টফোনটিতে 2,500 টাকার ব্যাঙ্ক অফার ও 1,000 টাকার এক্সচেঞ্জ বোনাস সহ মোট 3,500 টাকার ডিসকাউন্ট দেওয়া হবে। 

• Realme P4 5G- ডিসপ্লে: realme P4 5G স্মার্টফোনটিতে 1080 x 2392 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.77 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট এবং 4500nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এটি ‘স্যাটেলাইট রেডি’  স্ক্রিন, কারণ ডিসপ্লেতে হাই ব্রাইটনেস থাকার দৌলতে তীব্র রোঁদেও খুব সহজেই স্মার্টফোনটিতে কন্টেন্ট উপভোগ করা যাবে। 

• Realme P4 5G- প্রসেসর:  realme P4 5G স্মার্টফোনটিতে 2.6GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক Dimensity 7400 Ultra 5G প্রসেসর দেওয়া হয়েছে। আমাদের টেস্টে স্মার্টফোনটি 7,75,973 AnTuTu score পেয়েছে। অন্যদিকে হেভি গেমিং চলাকালীন স্মুথ পারফরমেন্সের জন্য  HyperVision AI Chip ব্যাবহার করা হয়েছে, এর ফলে দারুণ ভিজুয়াল গ্রাফিক্স এবং হাই ফ্রেম রেট পাওয়া যাবে। স্মার্টফোনটিতে 7000mm2 ভেপার কুলিং সিস্টেম রয়েছে, যা গেমিঙের সময় এটিকে ঠাণ্ডা রাখতে সাহায্য করবে। 

• Realme P4 5G- ব্যাটারি: রিয়েলমি তাদের স্মার্টফোনটি 7,000এমএএইচ বড় ব্যাটারি সহ লঞ্চ করেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী স্মার্টফোনটিতে 5 বছরের ব্যাটারি হেলথ পাওয়া যাবে। আমাদের টেস্টে PCmark Battery বেঞ্চমার্ক স্কোর 17 ঘন্টা, 22 মিনিট পেয়েছে। এই বছর ভারতে লঞ্চ হওয়া 15 থেকে 20  হাজার টাকা রেঞ্জের স্মার্টফোনগুলির মধ্যে সবচেয়ে বেশি। দ্রুত চার্জ করার জন্য স্মার্টফোনটিতে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। টেস্ট চলাকালীন স্মার্টফোনটি 59 মিনিটে 20% থেকে 100% চার্জ হতে সময় লাগে। 



• Realme P4 5G- ক্যামেরা:
ফটোগ্রাফির জন্য realme P4 5G স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। realme P4 5G স্মার্টফোনটিতে IP65+IP66 রেটিং রয়েছে এবং এর থিকনেস মাত্র 7.58mm। 

• Realme P4 5G- চার্জিং ফিচার: 18 হাজার টাকার রেঞ্জে realme P4 5G স্মার্টফোনটিতে ফাস্ট চার্জিং সাপোর্ট করে। একইসঙ্গে এতে রিভার্স চার্জিং ফিচারও দেওয়া হয়েছে। হেভি গেমিঙের সময় স্মার্টফোনটিকে ঠাণ্ডা রাখার জন্য এতে 7000mm2 ভেপার কুলিং সিস্টেম রয়েছে, এর ফলে স্মুথ প্রসেসিং উপভোগ করা যাবে। রিফ্রেশ রেট ও ব্রাইটনেসের দিক থেকে স্মার্টফোনটির ডিসপ্লে সুন্দর হলেও, ইউজারদের ক্যামেরা সেগমেন্ট কিছুটা নিরাশ করতে পারে।  

• Realme P4 5G- প্রতিদ্বন্দ্বী স্মার্টফোন: এই প্রাইস রেঞ্জে realme P4 5G স্মার্টফোনটি OPPO K13 5G স্মার্টফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এর পাশাপাশি POCO M7 Pro এবং realme 14x স্মার্টফোনদুটিতে realme P4 5G স্মার্টফোনের তুলনায় বেশি ভালো পিসিমার্ক ব্যাটারি স্কোর পাওয়া  যাবে। POCO M7 Pro স্মার্টফোনটিতে 5,110mAh এবং realme 14x স্মার্টফোনটিতে 6,000mAh ব্যাটারি রয়েছে, যা realme P4 5G স্মার্টফোনের থেকে অনেকটাই কম। 

যারা বড় ব্যাটারি এবং ব্রাইট ডিসপ্লে সহ স্মার্টফোন পছন্দ করেন, তাদের জন্য realme P4 5G স্মার্টফোনের প্রাইস রেঞ্জে Infinix GT 30 এবং Moto G86 Power স্মার্টফোনটিও একটি ভালো অপশন হতে পারে। এই উভয় স্মার্টফোনে 4500nits ব্রাইটনেস সহ AMOLED ডিসপ্লে সাপোর্ট করে।  একইসঙ্গে ইনফিনিক্স জিটি 30 স্মার্টফোনটিতে 144Hz ব্রাইটনেস রয়েছে। যদি আপনি দীর্ঘব্যবহারের ক্ষমতা, উজ্জ্বল ডিসপ্লে, এবং প্রিমিয়াম ফিচার চান—তাহলে Realme P4 5G একটি লাভজনক পছন্দ।

You might also like!