দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউডের জনপ্রিয় প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মস তাদের ভুতুড়ে ব্রহ্মাণ্ডে যুক্ত করল নতুন ছবি ‘থামা’। চলতি বছরের শুরুতেই সংস্থাটি ইঙ্গিত দিয়েছিল, ভূত ও মানুষের সহাবস্থানের লড়াই এবার আরও ভয়ঙ্কর হতে চলেছে। সেই প্রতিশ্রুতির ঝলক মিলল সদ্য প্রকাশিত টিজারে। ‘থামা’কে বলা হচ্ছে এক রক্তপিপাসু ভালোবাসার গল্প, যেখানে প্রেম, ভয়, অন্ধকার আর রহস্য একই সঙ্গে দর্শকদের টেনে নিয়ে যাবে ভিন্ন অভিজ্ঞতায়।
টিজারের শুরুতেই ধরা পড়ে আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মন্দানার রোমান্টিক দৃশ্য। দিনের আলোয় তাদের মিষ্টি প্রেমালাপ যতটা উজ্জ্বল, রাত নামতেই ততটাই ভয়ঙ্কর অন্ধকার গ্রাস করে নেয় সবকিছু। রশ্মিকার চরিত্র ‘তাড়কা’ টিজারেই স্পষ্ট করে দিয়েছে—তিনি কোনও সাধারণ নারী নন, বরং অতিপ্রাকৃত শক্তির অধিকারিণী। আয়ুষ্মান খুরানা এখানে অভিনয় করছেন ‘অলোক’-এর চরিত্রে, যিনি মানবতার শেষ আশার আলো হয়ে উঠে দাঁড়ান। অন্যদিকে অন্ধকারের বাদশা ‘ইয়াকশন’-এর ভূমিকায় হাজির হয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি, যিনি ছবির মূল খলনায়ক হিসেবে এক রক্তচোষা ভ্যাম্পায়ারের চরিত্রে দর্শকদের শিহরিত করতে প্রস্তুত।
চলচ্চিত্রের অন্যতম চমক হল মালাইকা অরোরার আইটেম ডান্স, যা টিজার প্রকাশের সঙ্গে সঙ্গেই দর্শকদের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। সেই সঙ্গে সংলাপের মশলা ও রোমহর্ষক দৃশ্য মিলিয়ে সিনেমার আবহকে আরও ঘনীভূত করেছে। কৌতুকরসে ভরপুর চরিত্রে দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়ালকে, মিস্টার রাম বজাজ গোয়েলের ভূমিকায়। তাঁর উপস্থিতি ছবিতে একদিকে হাসির খোরাক জোগাবে, অন্যদিকে জীবনের ট্র্যাজেডির সঙ্গে দর্শককে পরিচয় করাবে। পরিচালনার দায়িত্বে রয়েছেন আদিত্য সরপোতদার। টিজারেই ইঙ্গিত মিলেছে, ‘থামা’ আসলে এক ভ্যাম্পায়ার লাভস্টোরি, যা এর আগে বলিউডে সেভাবে দেখা যায়নি। রশ্মিকা মন্দানাও আগেই জানিয়েছিলেন, এ ধরনের চরিত্রে তাঁকে দর্শকরা আগে কখনও দেখেননি। আয়ুষ্মানের চরিত্রেও একাধিক স্তর রয়েছে, যা ছবিতে নতুন মোড় আনবে।
প্রযোজনা সংস্থার তরফে আরও একটি বড় সারপ্রাইজের আভাস দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ম্যাডক ফিল্মসের হরর-কমেডি ইউনিভার্সে এতদিন যেসব চরিত্র দর্শক দেখেছেন—যেমন ‘স্ত্রী’, ‘মুঞ্জিয়া’, ‘ভেড়িয়া’—সবাইকে দেখা যাবে ‘থামা’য়। এর আগে ‘স্ত্রী ২’-এ ‘ভেড়িয়া’-কে অন্তর্ভুক্ত করার চেষ্টা হয়েছিল, তবে তা তেমন সাড়া ফেলতে পারেনি। এবার ‘থামা’য় দর্শকদের জন্য অপেক্ষা করছে আরও বড় মাপের মিলনমেলা, যা ম্যাডকের ভুতুড়ে ব্রহ্মাণ্ডকে নতুন মাত্রা দিতে চলেছে।
উল্লেখ্য,দীনেশ বিজন প্রযোজিত ‘থামা’ টিজার প্রকাশের পর থেকেই দর্শকমহলে উন্মাদনা ছড়িয়ে দিয়েছে। প্রেম, ভৌতিক রহস্য, ভ্যাম্পায়ারের ভয়ঙ্কর দাপট, আইটেম গান, কৌতুক—সবকিছু একত্রে এনে যে অভিজ্ঞতা তৈরি করা হচ্ছে, তা দীপাবলির মুক্তির সময় বড় চমক দেবে বলেই মনে করছেন সমালোচকরা। এখন অপেক্ষা শুধু ২০২৫-এর দিওয়ালির, যখন পর্দায় নামবে এই ভুতুড়ে প্রেমকাহিনি।