Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Festival and celebrations

2 months ago

Bhai dooj: গ্যাজেটপ্রেমী ভাইয়ের জন্য ভাইফোঁটায় সেরা উপহার গাইড! রইল ৫টি দুর্দান্ত আইডিয়া

Bhai dooj
Bhai dooj

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি, সামনে কালীপুজো আর ভাইফোঁটা। দিদি বা বোনেরা ইতিমধ্যেই ভাবতে শুরু করেছেন ভাই বা দাদাকে কী গিফট দেওয়া যায়। তবে বাজেটের কথাও মাথায় রাখতে হচ্ছে। যদি আপনার ভাই বা দাদা গ্যাজেটপ্রেমী হন, তাহলে রইল কিছু দারুন ও বাজেট-বান্ধব গিফট আইডিয়া।

আপনার ভাই বা দাদা কি গেজেটপ্রেমী? আপনার বাজেট সর্বোচ্চ পাঁচহাজার টাকা? তাহলে কিনে ফেলতে পারেন স্মার্টওয়াচ, ব্লুটুথ স্পিকার, পাওয়ার ব্যাঙ্ক, স্মার্ট ট্র্যাকার, গেমিংয়ের গেজেটও। এই বাজেটে দিতে পারেন গার্মেন্ট স্টিমারও। যদি বাজেট বেশ হয় সেক্ষেত্রে উপহার হতে পারে সদ্য বাজারে আসা মোবাইলও। উৎসবের মরশুমে ই কর্মাস সংস্থাগুলি নানারকম অফার দিচ্ছে। একাধিক কার্ডেও রয়েছে অফার। ফলে পেয়ে যাবেন অতিরিক্ত ছাড়ও। তাই আর দেরি না করে কেনাকাটা করে ফেলুন এখনই।

এবার নিশ্চয়ই ভাবছেন, পাঁচহাজারের মধ্যে স্মার্টওয়াচ কিনলে অপশন কী কী রয়েছে। দেখে নিন একনজরে–

Samsung Galaxy Fit3;

CMF by Nothing Watch Pro;

Redmi Watch Move;

Boat Ultima Ember;

Fastrack Revoltt FS1 Pro;

আপনার বাজেটের মধ্যে সেরা ইয়ারবাডগুলি হল-

OnePlus Nord Buds 3;

Realme T200 Lite;

CMF Buds;

OnePlus Bullets Z2; Neckbands;

CMF Neckband Pro।

You might also like!