kolkata

2 months ago

Calcutta Shree Honor Announcement Kolkata Municipality:কলকাতাশ্রী সম্মান ঘোষণা কলকাতা পুরসভার, অনলাইন ও অফলাইনে আবেদন জমা

Calcutta Shree Honor Announcement Kolkata Municipality
Calcutta Shree Honor Announcement Kolkata Municipality

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  রাজ্য সরকারের তরফে বিশ্ববাংলা শারদ সম্মান এর পর "কলকাতাশ্রী" শারদ সম্মান প্রদানের কথা ঘোষণা করা হয়েছে। সরকারিভাবে  ওই ঘোষণা করেছেন মেয়র ফিরহাদ হাকিম। কেন্দ্রীয় পুরভবনের সামনে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমস্ত মেয়র পারিষদ ও বিভাগীয় আধিকারিকরা উপস্থিত ছিলেন। ঢাকে কাঠি পড়ে গেল। শারদোৎসবকে কেন্দ্র করে ঢাকিদের উপস্থিতিতে শহর কলকাতায় ও পুরসভার সদর দফতরের সামনে উৎসাহী জনতার ভিড়। নিউ মার্কেটে পুজোর কেনাকাটা করতে আসা সাধারণ মানুষ ও সামিল হয়েছেন ওই অনুষ্ঠানে। এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করে কলকাতা পুরসভা। এই অনুষ্ঠানের সহযোগী সি ই এস সি ও ক্রেডাই বেঙ্গল।

উল্লেখ্য, প্রতিবছরের মতো এবার প্রতিমা, মন্ডপ নির্মাণ, আলোক সজ্জা, সচেতনতা সৃষ্টি, বিষয় ভাবনা ইত্যাদির নিরিখে বিচারের মাপকাঠি কর্তৃপক্ষের। সমাজের গুণীজনদের নিয়ে এজন্য এক বিচারক মন্ডলীও রয়েছে। পুজো পরিক্রমায় যোগ দেবেন তাদের সকলে। নির্দিষ্টভাবেই অভিনব আয়োজন।

এ প্রসঙ্গে মেয়র পারিষদ সদস্যদের উপস্থিতিতে তিনি বলেন, থিম এর পূজো আরম্ভ হতেই এমন ভাবনা চালু করা হয়েছে। মেয়র পারিষদ দেবাশিস কুমার জানান, ২০২০ সাল থেকে চালু করা হয়েছে এই সম্মান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা। ক্লাব ও সংগঠনের তরফে অনলাইন ও অফ লাইনে পুরস্কারের জন্য নাম নথিভুক্ত করা যাবে। এরপর ষষ্ঠীর দিন সকালে পুরস্কারের কথা ঘোষণা করা হবে।

You might also like!