Country

5 hours ago

Jan Sunvai Incident: দিল্লির মুখ্যমন্ত্রীর ওপর হামলায় অভিযুক্তের পরিচয় প্রকাশ্যে, সবদিক খতিয়ে দেখছে পুলিশ

Delhi CM Rekha Gupta Assaulted
Delhi CM Rekha Gupta Assaulted

 

নয়াদিল্লি, ২০ আগস্ট : দিল্লির মুখ্যমন্ত্রীর ওপর হামলায় অভিযুক্তের পরিচয় এল প্রকাশ্যে। বুধবার সকালে জনশুনানির সময় দিল্লির মুখ্যমন্ত্রীর ওপর যে হামলা চালায় তার নাম প্রকাশ্যে এনেছে পুলিশ। অভিযুক্তের নাম - রাজেশ খিমজি। দিল্লি পুলিশকে দেওয়া বয়ানে সে জানিয়েছে, তার বাড়ি গুজরাটের রাজকোটে। তার নাম ও ঠিকানা সঠিক কি-না তা খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। তার কাছে থাকা নথিও খতিয়ে দেখছে। কেন হামলা, তা জানতে সবদিক খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। উল্লেখ্য, বুধবার সকালে মুখ্যমন্ত্রীর বাসভবনে সাপ্তাহিক ‘জনশুনানি’ চলাকালীন ঘটনাটি ঘটে। আক্রান্ত হন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।

You might also like!