kolkata

9 hours ago

Kolkata Metro Railways: যাত্রী সুবিধায় নয়া উদ্যোগ, দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম রুটে ট্রেন বাড়াচ্ছে মেট্রো কর্তৃপক্ষ!

Kolkata Metro
Kolkata Metro

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কলকাতার মেট্রো যোগাযোগে এক নতুন অধ্যায় শুরু হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে শুক্রবার মহানগরে তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন হয়েছে। এর মধ্যে অন্যতম শিয়ালদহ-করুণাময়ী সংযোগ, যা হাওড়া ও কলকাতার মাঝে যাতায়াতের সময় অনেকটাই কমিয়ে আনবে। একই সঙ্গে উদ্বোধন হয়েছে দমদম-নোয়াপাড়া-এয়ারপোর্ট রুটের। এই পরিকাঠামোগত উন্নয়নের মধ্যেই যাত্রী পরিষেবায় বড় সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। 

দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম ব্লু লাইনে ট্রেন সংখ্যা বাড়ানো হল। বর্তমানে ব্লু লাইনে (উত্তর-দক্ষিণ করিডর) আপ ও ডাউন মিলিয়ে দৈনিক ২৬২টি মেট্রো ট্রেন চলাচল করে। আগামীকাল সোমবার  থেকে এই সংখ্যাটি বাড়িয়ে ২৮৪টি করা হচ্ছে। মেট্রো রেল সূত্রে খবর, যাত্রী চাপে ভারসাম্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত।  শিয়ালদহ, করুণাময়ী ও বিমানবন্দর রুট চালু হওয়ায় ব্লু লাইনে যাত্রীসংখ্যা বাড়বে বলেই অনুমান। 

দিনের প্রথম মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে (দক্ষিণেশ্বর ও শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে)। শেষ মেট্রোর সময় সামান্য বদল হচ্ছে, 

শহিদ ক্ষুদিরাম → দক্ষিণেশ্বর: আগে ৯:৩৩ PM → এখন ৯:৩৪ PM;

শহিদ ক্ষুদিরাম → দমদম: আগে ৯:৪৩ PM → এখন ৯:৪৪ PM;

ইস্ট ওয়েস্ট রুটে শনি  ও রবিবারের সূচিতে কোনও পরিবর্তন নেই। তবে বিমানবন্দর রুটে ইয়েলো লাইন এবং ই এম বাইপাশের অরেঞ্জ লাইনে পরিষেবা শনি এবং রবিবার বন্ধ থাকবে। 

মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের চাপ অনুযায়ী ভবিষ্যতে আরও ট্রেন সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এছাড়াও, নতুন রুটগুলির ট্রায়াল এবং সিগন্যাল সিস্টেম পর্যবেক্ষণও চলছে পুরোদমে। যাত্রীদের একাংশ মনে করছেন, এখনকার মেট্রো যাত্রা আগের তুলনায় অনেক বেশি সময় সাশ্রয়কারী হবে। অফিস  টাইমে স্টেশনে ভিড় সামলাতে বাড়তি ট্রেন যে স্বস্তি দেবে, সে কথা মেনেছেন মেট্রোর আধিকারিকরাও।

You might also like!