Country

2 days ago

Hathras incident : হাথরাসের ঘটনায় শোকপ্রস্তাব রাজ্যসভায়, নীরবতা পালন সদস্যদের

Hathras incident (symbolic picture)
Hathras incident (symbolic picture)

 

নয়াদিল্লি, ৩ জুলাই ঃ উত্তর প্রদেশের হাথরাসে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে বিপুল সংখ্যক মানুষের মৃত্যুতে শোক ব্যক্ত করলেন রাজ্যসভার সাংসদরা। বুধবার রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় শোকপ্রস্তাব পাঠ করেন। তিনি বলেন, এই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও মর্মাহত। এরপর সদস্যরা উঠে দাঁড়িয়ে নীরবতা পালন করেন। উল্লেখ্য, উত্তর প্রদেশের হাথরাসে এক ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১২১। বহু মানুষ অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতের সংখ্যা কমপক্ষে ২৮। রিলিফ কমিশনারের অফিস থেকে বুধবার সকালে জানানো হয়েছে, হাথরাসে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১২১ হয়েছে এবং আহত হয়েছেন ২৮ জন। মর্মান্তিক এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার অধীনে একাধিক ধারায় এফআইআর রুজু করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, ভারতীয় ন্যায় সংহিতার ১০৫, ১১০, ১২৬(২), ২২৩ ও ২৩৮ নম্বর ধারার অধীনে এফআইআর নথিভুক্ত করা হয়েছে।

You might also like!