Country

10 hours ago

Amit Shah: ভারতে এখন বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম সড়ক নেটওয়ার্ক রয়েছে, অমিত শাহ

Amit Shah
Amit Shah

 

নয়াদিল্লি, ১৩ মার্চ : ভারতে এখন বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম সড়ক নেটওয়ার্ক রয়েছে, পাশাপাশি ভারতে রয়েছে বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক। বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার গুজরাটের গান্ধীনগরে নিজের লোকসভা কেন্দ্রে ১৪৬ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই প্রকল্পগুলি রেলপথ, সড়কপথ এবং স্বাস্থ্যসেবা সম্পর্কিত।

অমিত শাহ ভারতের উল্লেখযোগ্য অগ্রগতি, বিশেষ করে পরিকাঠামোগত উন্নয়নের কথা তুলে ধরেন। অমিত শাহ বলেন, ভারত এখন বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম সড়ক নেটওয়ার্ক এবং তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্কের অধিকারী। তিনি গুজরাটের রূপান্তরমূলক উন্নয়নেরও প্রশংসা করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রেলপথ, সড়কপথ এবং জ্বালানি ক্ষেত্র সম্পর্কিত বেশ কয়েকটি জনকেন্দ্রিক প্রকল্পের মাধ্যমে গুজরাট উল্লেখযোগ্য অগ্রগতি দেখেছে। এই উপলক্ষ্যে অমিত শাহ সানন্দ এলাকায় ৫০০ শয্যা বিশিষ্ট একটি নতুন হাসপাতাল এবং গান্ধীনগরে একটি নতুন সিভিল হাসপাতাল স্থাপনের সরকারের পরিকল্পনা ঘোষণা করেন।

You might also like!