Country

9 hours ago

Rupee Symbol Change by Stalin: ‘হিন্দি আস্ফালন’ রুখতে তৎপর স্ট্যালিন, তামিলনাড়ুতে বদলে গেল টাকার চিহ্নও!

M K Stalin
M K Stalin

 

চেন্নাই, ১৩ মার্চ : ভারতীয় মুদ্রার চিহ্নও বদলে দিল এম কে স্ট্যালিনের তামিলনাড়ু সরকার। হিন্দি হরফের ধাঁচে তৈরি করা টাকার চিহ্নই বদলে ফেলল তারা। আগামী শুক্রবার তামিলনাড়ু বিধানসভায় পেশ হবে চলতি অর্থবর্ষের বাজেট। তার আগেই দেখা গেল, বাজেটের নথিতে বদলে ফেলা হয়েছে টাকার চিহ্ন। তামিল অক্ষরের ‘রু’-এর আদলে নতুন করে টাকার চিহ্ন তৈরি করা হয়েছে। সেটাই ব্যবহার করা হচ্ছে তামিলনাড়ু বাজেটের সমস্ত নথিপত্রে। তার ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন স্ট্যালিন নিজেই। এবারের বাজেটের ভিত্তি হল, ‘সকলের জন্য সবকিছু।’

You might also like!