Country

8 hours ago

Holi Festival 2025: রঙে রেঙে উঠেছে গোটা দেশ, ছোট থেকে বড় সবাই উৎসবে শামিল

Holi Festival 2025
Holi Festival 2025

 

নয়াদিল্লি, ১৪ মার্চ : রঙের উৎসবে মেতে উঠেছে গোটা বাংলা-সহ ভারতবর্ষ। ফাল্গুন মাসের শুক্লপক্ষের এই পূর্ণিমা দেশের নানা প্রান্তে নানা নামে পরিচিত। কিন্তু দোল বা হোলি, যে নামেই ডাকা হোক না কেন, বসন্তের এই উৎসব আসলে নানা রঙে রাঙিয়ে দেওয়ার উৎসব। উত্তর, মধ্য, পূর্ব ও পশ্চিম ভারত মেতে উঠেছে রঙের খেলায়। ছোট থেকে বড় সকলেই মেতে উঠেছেন রঙের উৎসবে।

রঙ খেলা অবশ্য শুরু হয়ে গিয়েছিল বৃহস্পতিবার থেকেই, ওই দিন দেশের বিভিন্ন প্রান্তে হোলি উদযাপন করা হয়। আর শুক্রবার সমগ্র দেশে মেতে উঠেছে রঙ খেলায়। হলুদ, লাল, বেগুনি রঙে রেঙে উঠেছে গোটা দেশ। রঙের উৎসব হোলি উপলক্ষ্যে সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


You might also like!