kolkata

7 hours ago

Weather Forcast: সকাল ও সন্ধ্যায় মনোরম আবহাওয়া, দক্ষিণবঙ্গে ফের পতন তাপমাত্রায়

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ৬ মার্চ : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে, দক্ষিণবঙ্গের কোথাও এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই। খুব সকালে ও সন্ধ্যায় মনোরম আবহাওয়া থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবশ্য তাপমাত্রা বাড়বে। চলতি সপ্তাহেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে। কোনও কোনও জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রিতেও পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তার আগে বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নামল তাপমাত্রা। এদিন সকালে কলকাতার নূন্যতম তাপমাত্রা ছিল ২০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি বেশি। সকালের দিকে হালকা ঠান্ডাও মালুম হয়েছে এদিন সকালে। চলতি সপ্তাহে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের তিনটি জেলায়। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওযা দফতর। সঙ্গে সপ্তাহভর রাজ্য জুড়ে তাপমাত্রার ওঠানামা চলবে। তবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রায় এখনই বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। দার্জিলিং ও কালিম্পঙে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

You might also like!