Country

12 hours ago

Central University of Jharkhand: ঝাড়খণ্ডের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পিএইচডি-র আবেদন প্রক্রিয়া শুরু

Central University of Jharkhand
Central University of Jharkhand

 

রাঁচি, ১৩ মার্চ : সেন্ট্রাল ইউনিভার্সিটি ঝাড়খণ্ড (সিইউজে)–তে পিএইচডি কোর্সে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। জানা গেছে, আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা ২১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cuj.ac.in)-এ আবেদন করতে পারবেন। সেন্ট্রাল ইউনিভার্সিটি ঝাড়খণ্ডে পিএইচডি-তে ইউজিসি নেট, সিএসআইআর নেট এবং গেট-এর মাধ্যমে ভর্তি হওয়া যাবে। পিএইচডি-র পড়ুয়াদের প্রতি মাসে ৮ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে। সাধারণ বিভাগের জন্য ১৩৭টি, অনগ্রসর শ্রেণির-র জন্য ৪০টি, ইডব্লিউএস-এর জন্য ২২টি, তফসিলি জাতি-র জন্য ২৩টি এবং তফসিলি উপজাতি-র জন্য ১২টি আসন রয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সিইউজে–র তরফে এই তথ্য জানানো হয়েছে।

You might also like!