Country

2 days ago

President Murmu : বিকশিত ভারত গড়তে উন্নত মানসিকতা প্রয়োজন : রাষ্ট্রপতি

President Murmu (symbolic picture)
President Murmu (symbolic picture)

 

নয়াদিল্লি, ২ জুলাই ঃ বিকশিত ভারত গড়তে উন্নত মানসিকতা প্রয়োজন। জোর দিয়ে বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একইসঙ্গে রাষ্ট্রপতি বলেছেন, এই উন্নত প্রযুক্তির যুগে মানুষ যখন যথাসময়ে দেশ ও বিশ্বের তথ্য পাচ্ছে, তখন আধিকারিকদের চ্যালেঞ্জ আরও বেড়েছে। সোমবার ২০২২ ব্যাচের আইএএস অফিসারদের একটি দল, বর্তমানে যাঁরা বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক ও দফতরে সহকারী সচিব হিসেবে কর্মরত তাঁরা রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাত করেছেন। আইএএস অফিসারদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেছেন, ভারতীয় প্রশাসনিক পরিষেবা আমাদের দেশে একটি স্বপ্নের পেশা হিসাবে বিবেচিত হয়। তিনি বলেছেন, লক্ষ লক্ষ উচ্চাভিলাষীর স্বপ্ন আইএএস অফিসার হওয়ার। তাঁদের মধ্যে অনেকেই এই সেবায় নির্বাচনের জন্য খুব পরিশ্রম করেন।


রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, বড় লক্ষ্য অর্জনের জন্য, অন্তর্ভুক্তিমূলক এবং সুস্থায়ী উন্নয়ন এবং প্রতিটি বিভাগের আর্থ-সামাজিক ক্ষমতায়নের জন্য, প্রশাসনের কর্মসংস্কৃতি জনগণের অংশগ্রহণের ভিত্তিতে হওয়া উচিত। রাষ্ট্রপতি বলেন, বর্তমান প্রেক্ষাপটে কর্মকর্তাদের শুধু প্রশাসক নয়, ব্যবস্থাপকের ভূমিকাও পালন করতে হবে। তাঁদের সাফল্য নির্ভর করবে কিভাবে তারা সবাইকে একত্রিত করে জবাবদিহিমূলক, স্বচ্ছ এবং কার্যকর প্রশাসন প্রদান করতে পারবে। রাষ্ট্রপতি বলেন, একজন প্রশাসকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জনগণের আস্থা অর্জন করা এবং তা বজায় রাখা।

You might also like!