Technology

1 day ago

WhatsApp: হোয়াটসঅ্যাপ হ্যাকিং-এর যুগে কীভাবে সুরক্ষিত রাখবেন আপনার হোয়াটসঅ্যাপ? জেনে নিন বিস্তারিত

WhatsApp (Symbolic picture)
WhatsApp (Symbolic picture)

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বর্তমান সময়কালে আট থেকে আশি সকলেই হোয়াটসঅ্যাপ ব্যবহারে অভ্যস্ত। ঘরোয়া কাজ থেকে অফিসিয়াল কাজ সবই আজকাল হোয়াটসঅ্যাপে সম্ভব। তবে চাকুরীজীবি কিংবা কর্মরত অনেককেই মুঠোফোনের বাইরে ল্যাপটপ বা ডেস্কটপে হোয়াটসঅ্যাপ খোলা থাকে। আর অন্যান্য ডিভাইসে এই কার্যকরী অ্যাপ খোলা থাকার কারণে অনেকসময়ই হ্যাকিংয়ের তথ্যও প্রকাশ্যে আসে। আপনার হোয়াটসঅ্যাপটি অপর কোনো ডিভাইসে খোলা আছে কিনা কিংবা হ্যাক হয়েছে কিনা কীভাবে বুঝবেন? জেনে নিন পদ্ধতি! 

১.প্রথমে নিজের ফোনে হোয়াটসঅ্যাপ খুলুন।

২.এবার ডানদিকে উপরে থ্রি ডট মেনুতে যান।

৩. সেখানে ক্লিক করলেই ভেসে উঠবে বেশ কয়েকটি অপশন।

৪. বেছে নিন লিংকড ডিভাইস অপশন।

৫.এতেই দেখতে পারবেন, কোন কোন ডিভাইসে আপনার হোয়াটসঅ্যাপ খোলা আছে।

৬. সেখানেই মিলবে লগ আউট অপশন। আপনার ইচ্ছেমতো যে কোনও ডিভাইস থেকে লগ আউট করতে পারেন হোয়াটসঅ্যাপ।

* কীভাবে সুরক্ষিত রাখবেন আপনার হোয়াটসঅ্যাপ? জেনে নিন, 

১. সেটিংসে গিয়ে অন করুন টু স্টেপ ভেরিফিকেশন।

২.কারও সঙ্গে হোয়াটসঅ্যাপ সংক্রান্ত কোনও ওটিপি শেয়ার করবেন না।

৩. যে ডিভাইসগুলো ব্যবহার করেন না সেগুলোতে অযথা হোয়াটসঅ্যাপ খুলে রাখবেন না।

You might also like!