Country

18 hours ago

Giriraj Singh: দিল্লির মহিলাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছে বিজেপি : গিরিরাজ সিং

Giriraj Singh
Giriraj Singh

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  দিল্লির মহিলাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছে বিজেপি, বিরোধীদের কটাক্ষ করে এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং।  বেগুসরাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গিরিরাজ সিং বলেছেন, "দিল্লির মহিলাদের কাছে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করেছে। বেগুসরাইয়ে আমরা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলাম, যেখানে বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিত্বকারী মহিলারা অংশগ্রহণ করেছিলেন। তাঁরা একটি অনন্য উদাহরণ স্থাপন করেছেন।" তিনি আরও বলেন, "গুজরাটের কর্মীরা বুঝিয়ে দিয়েছেন, রাহুল গান্ধীর নেতৃত্বে তাঁদের কোনও ভরসা নেই। নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠলে, সমর্থক এবং কর্মীরা দল ছেড়ে চলে যান।"


You might also like!