Country

2 days ago

Narendra Modi :গান্ধীজীর আদর্শে অনুপ্রাণিত ‘শহুরে নকশাল’, কংগ্রেসকে কটাক্ষ মোদীর

Narendra Modi
Narendra Modi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ফের কংগ্রেসকে নিশানা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, যে দল মহাত্মা গান্ধীর দ্বারা অনুপ্রাণিত হয়েছিল তাদের মুখেই এখন নকশালদের কথা শোনা যাচ্ছে। কংগ্রেসকে ‘ আরবান নকশাল ’ বলেও উল্লেখ করেন তিনি। , দিল্লিতে, একটি সর্ব ভারতীয় বৈদ্যুতিন মাধ্যমের অনুষ্ঠানে গিয়ে এই কথা বলেন তিনি।

ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘ প্রথাগত নকশালবাদ যখন হ্রাস পাচ্ছে, তখন শহুরে নকশাল আকারে একটি নতুন চ্যালেঞ্জ আবির্ভূত হয়েছে। মহাত্মা গান্ধীর সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত রাজনৈতিক দলগুলিতে এই জিনিস অনুপ্রবেশ করেছে।’

তাঁর দাবি, এক সময়ে দেশের প্রায় ১০০টি জেলা নকশাল বা মাওবাদী প্রভাবিত ছিল। এখন এই নকশালবাদ দুই ডজনের কম জেলায় আছে। মাওবাদের বিরুদ্ধে লাগাতার অভিযান এবং দেশ আগে এই নীতিতে কাজ করার ফলে তা সম্ভব হয়েছে।কী কারণে এখন দেশ থেকে মাওবাদী কার্যকলাপ বা নকশালবাদ নির্মূল হচ্ছে তার ব্যাখ্যাও দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন , ‘ বেশ কিছু নির্ণায়ক সিদ্ধান্ত নেওয়ার ফলে এখন জঙ্গল এলাকা থেকে নকশালবাদ নির্মূল হয়েছে। কিন্তু এখন এটা শহর অঞ্চলে নতুন আকারে ছড়িয়ে পড়ছে। যারা এক সময়ে শহুরে নকশাল বা আরবান নকশালের বিরুদ্ধে ছিল সেই সমস্ত রাজনৈতিক দলের ভিতরেই তা ছড়িয়ে পড়েছে। যাদের আদর্শ গান্ধীজীর কথায় অনুপ্রাণিত হয়েছিল এবং যারা দেশের শিকড়ের সঙ্গে যুক্ত ছিল এখন তাদের গলাতেই শহুরে নকশালবাদের কথা শোনা যাচ্ছে।’ তাঁর মতে, এই শহুরে নকশালবাদই দেশের উন্নতি এবং ঐতিহ্যর বিরোধী।

এক সময়ে মাওবাদী অধ্যুষিত অঞ্চল বলে পরিচিত এলাকায় কী ভাবে উন্নয়ন করা হচ্ছে তাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ওই সমস্ত এলাকায় রাস্তা, স্কুল, হাসপাতাল তৈরি করার সঙ্গে গ্রামগুলির সার্বিক উন্নয়ন করা হচ্ছে। এই সমস্ত কারণেই সেখানে মাওবাদীরা পিছু হঠছে।

দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা উন্নতি, কীভাবে দেশ এখন এগিয়ে চলেছে তাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে কংগ্রেসকে আক্রমণ করেন তিনি। প্রধানমন্ত্রীর দাবি, দেশের মানুষের আশা এবং অনুপ্রেরণাকে ধ্বংস করে দিয়েছিল কংগ্রেস। এখন তাঁরা সেই অবস্থার উন্নতি এবং পরিবর্তন করছেন বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।


You might also like!