kolkata

3 months ago

Village Police Volunteer: ভিলেজ সিভিক ভলান্টিয়ারদের দৈনিক মজুরি বেড়ে গেল ,মাসে মিলবে আরও বেশি! বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

Village Police Volunteer
Village Police Volunteer

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ভিলেজ সিভিক ভলান্টিয়ারদের জন্য সুখবর। চলতি বছরের বাজেটে ঘোষণা মাফিক তাঁদের বেতন বাড়াল রাজ্য। বিজ্ঞপ্তি দিয়ে ভিলেজ সিভিক ভলান্টিয়ারদের মাসিক বেতনের টাকা বাড়ানোর বিষয়েও জানিয়েছে নবান্ন।

শহরে এবং গ্রামে এখন সিভিক ভলান্টিয়াররা অক্লান্ত পরিশ্রম করেন। আর জেলা সফরে গিয়ে তা দেখতে পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই গত ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটে সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশ কর্মীদের বেতন বাড়ানোর কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। এবার থেকে তাঁদের বেতন ১০০০ টাকা করে বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে মূল বেতনও খানিকটা বেড়ে যাবে। বাজেটে ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই ঘোষণাই এবার বাস্তবায়িত হল। ভিলেজ সিভিক ভলান্টিয়ারদের দৈনিক মজুরি বাড়িয়ে দিল রাজ্য সরকার। বর্ষা আসার আগে এটা তাঁদের কাছে সুখবর।

গতকাল, সোমবার রাজ্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের দৈনিক মজুরি ৩৪ টাকা করে বাড়ানো হচ্ছে। মাসে তাঁদের বেতন বাড়ছে এক হাজার টাকা। ভিলেজ পুলিশ ভলান্টিয়াররা এতদিন দৈনিক ৩৪৪ টাকা করে ভাতা পেতেন। সেই ভাতাই বেড়ে এবার ৩৭৮ টাকা করা হচ্ছে। এই দৈনিক ভাতা বৃদ্ধি পাওয়ায় সঞ্চয় শুরু করতে পারবেন ভিলেজ পুলিশ ভলান্টিয়াররা। ২০২৪ সালের বাজেটে সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করা হয়। যার জন্য মোট ১৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়।

অন্যদিকে ভিলেজ পুলিশ পদে চাকরি করতে হলে প্রার্থীকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হয়। তাছাড়া ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হয় বয়স। জেলা পুলিশই এই পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। গ্রাম পঞ্চায়েত এলাকায় ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের কাজ করতে হয়। আগে সিভিক পুলিশ ও ভিলেজ পুলিশের কর্মীরা অবসরকালীন প্রাপ্য হিসেবে ২ থেকে ৩ লক্ষ টাকা পেতেন। এবার সেটা বাড়িয়ে করে দেওয়া হয়েছে ৫ লক্ষ টাকা। এই খাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অতিরিক্ত ১০০ কোটি টাকা বরাদ্দ করেছে।


You might also like!