Country

2 months ago

RS Pura Sector: আর এস পুরা সেক্টরে অনুপ্রবেশ রুখে দিল বিএসএফ, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

RS Pura Sector (Symbolic Picture)
RS Pura Sector (Symbolic Picture)

 

জম্মু, ২২ সেপ্টেম্বর: জম্মুর আর এস পুরা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে দিল সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অনুপ্রবেশের চেষ্টা বানচাল করার পাশাপাশি আগ্নেয়াস্ত্র গোলাবারুদ উদ্ধার করে বিএসএফ। দু'টি পিস্তল, এমএম রাউন্ড ম্যাগাজিন একে ৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে।

বিএসএফ জম্মুর আইজি ডি কে বুরা বলেছেন, "শনিবার রাতে বিএসএফ জওয়ানরা সীমান্তে কিছু সন্দেহজনক গতিবিধি দেখতে পান। সঙ্গে সঙ্গে জওয়ানরা গুলি চালাতে শুরু করেন এবং পুরো এলাকায় তল্লাশি চালানো হয়। তল্লাশি অভিযানের সময়, একটি ব্যাগ পাওয়া গিয়েছে, যাতে একটি একে ৪৭ রাইফেল, দু'টি পিস্তল ছিল। ...বিএসএফ জওয়ানরা অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছেন।"

You might also like!