Country

16 hours ago

Mehbooba Mufti: এনডিএ সরকার দিনের পর দিন ভারতীয় সংবিধান ধ্বংস করছে : মেহবুবা মুফতি

Mehbooba Mufti
Mehbooba Mufti

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কেন্দ্রের এনডিএ সরকারের তীব্র সমালোচনা করলেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি।  মেহবুবা বলেছেন, "এটা দুর্ভাগ্যজনক যে, কেন্দ্রের এনডিএ সরকার দিনের পর দিন ভারতীয় সংবিধান ধ্বংস করছে।"

মেহবুবা বলেছেন, "ভারত একটি যুক্তরাষ্ট্রীয় দেশ। এখানে একটি যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে। ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই ফেডারেল কাঠামোকে ক্ষুন্ন করছে। তারা ২০৪৭ সালের কথা বলছে কিন্তু সামনের দিকে না এগিয়ে পিছিয়ে যাচ্ছে... তারা আমাদের একই স্বৈরাচারে ফিরিয়ে নিয়ে যেতে চায়, যেটা আমার মনে হয় খুবই ভুল।"

You might also like!