Country

4 days ago

Narendra Modi: “উৎকৃষ্ট রাষ্ট্রনায়ক, একজন চমৎকার প্রশাসক এবং প্রজ্ঞার ভান্ডার”, প্রণববাবুকে শ্রদ্ধা মোদীর

Narendra Modi & Pranab Mukherjee
Narendra Modi & Pranab Mukherjee

 

নয়াদিল্লি, ১১ ডিসেম্বর : “শ্রী প্রণব মুখোপাধ্যায়কে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করছি। প্রণব বাবু ছিলেন এক ধরনের জন-ব্যক্তিত্ব, যিনি একজন উৎকৃষ্ট রাষ্ট্রনায়ক, একজন চমৎকার প্রশাসক এবং প্রজ্ঞার ভান্ডার।”

বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সবার্তায় এ কথা লিখে জানিয়েছেন, “ভারতের উন্নয়নে তাঁর অবদান উল্লেখযোগ্য। তিনি ঐক্যমত্য গড়ে তোলার এক অনন্য ক্ষমতা ছিল। এটি প্রশাসনের ক্ষেত্রে তাঁর বিশাল অভিজ্ঞতা এবং ভারতের সংস্কৃতির পাশাপাশি নীতি সম্পর্কে তাঁর গভীর জ্ঞানের কারণে হয়েছিল। আমরা আমাদের জাতিকে তাঁর দৃষ্টিভঙ্গি উপলব্ধি করানোর জন্য কাজ করে যাব।” এক্সবার্তায় তাঁদের দু’জনের অতীতের একটি ছবিও যুক্ত করেছেন প্রধানমন্ত্রী।

You might also like!