Breaking News
 
Subhendu Adhikari: দুর্গাপুরকাণ্ডে আইনি লড়াই! ধর্নার অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি, পালটা জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ মেডিক্যাল কলেজ Arjun Singh: 'কঠোর পদক্ষেপ নয়'! এফআইআর-এর বিরুদ্ধে অর্জুন সিংকে ১০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট Jagadhatri Puja:চন্দননগরে আর 'সাট ডাউন' নয়! বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার শোভাযাত্রা, বড় ঘোষণা প্রশাসনের Amit Shah: আর নয় বিলম্ব! বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষোভ মেটাতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ Google: ১.৫ হাজার কোটি ডলার বিনিয়োগ! অন্ধ্রপ্রদেশে AI হাব গড়তে চলেছে Google, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের ডিজিটাল যাত্রায় CM Mamata Banerjee:শেষ মুহূর্তে রদবদল! আজ মিরিকে যাচ্ছেন না মমতা, বিপর্যস্ত সুখিয়াপোখরি পরিদর্শনে মুখ্যমন্ত্রী

 

West Bengal

10 months ago

Blast in Murshidabad: মুর্শিদাবাদে বোমা ফেটে ভয়াবহ বিস্ফোরণ; ভেঙে পড়ল বাড়ি, মৃত ৩

Murshidabad Blast
Murshidabad Blast

 

মুর্শিদাবাদ, ৯ ডিসেম্বর : মুর্শিদাবাদ জেলার সাগরপাড়ায় বোমা ফেটে ভয়াবহ বিস্ফোরণ। যার জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গোটা বাড়ি। বাড়িতে বোমা বাঁধার সময় তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে সাগরপাড়ার খয়েরতলার। মৃতদের নাম সাকিরুল সরকার, মামন মোল্লা ও মুস্তাকিন সেখ। মৃতদের মধ্যে দু'জনের বাড়ি খয়েরতলা ও বাকি একজনের বাড়ি সাগরপাড়ার মাহাতাব কলোনি এলাকায়। বোমা বিস্ফোরণে উড়ে গিয়েছে বাড়ির ছাদ। খবর পেয়ে অকুস্থলে পৌঁছেছে সাগরপাড়া থানার পুলিশ।

স্থানীয় সূত্রের খবর, রবিবার রাতে মামুন মোল্লার বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। সেই সময় হঠাৎ বিস্ফোরণে ঘটনাস্থলেই একজন মারা যান। বাকি দু'জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি। ঘটনার খবর পেয়ে সাগরপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। পাশাপাশি, ডাকা হয়েছে বম্ব স্কোয়াডকেও। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, বোমা বাঁধার সময়ই এই বিস্ফোরণ ঘটে। তবে এই ঘটনার পেছনে অন্য কোনও অপরাধমূলক উদ্দেশ্য আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মুর্শিদাবাদের জলঙ্গি অঞ্চল বাংলাদেশের সীমান্তের কাছাকাছি। এই বিস্ফোরণের ঘটনা সেখানে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। সীমান্ত এলাকা হওয়ায় অনুপ্রবেশ এবং অপরাধমূলক কার্যকলাপের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঘটনার পর থেকেই খয়েরতলা গ্রামে চরম উত্তেজনা রয়েছে। স্থানীয়রা পুলিশকে সহযোগিতা করলেও তাদের মধ্যেও বিস্ফোরণের আতঙ্ক স্পষ্ট। বিস্ফোরণের পর আরও কোনও ক্ষতির আশঙ্কা রয়েছে কি না, তা নিয়ে উদ্বেগে রয়েছেন এলাকাবাসী।


You might also like!