West Bengal

1 hour ago

Nadia Train Accident: প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে এসে মর্মান্তিক পরিণতি, ট্রেনের ধাক্কায় মৃত ৩

Nadia Taherpur Train Accident
Nadia Taherpur Train Accident

 

নদীয়া, ২০ ডিসেম্বর : নদীয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় যোগ দিতে এসে দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় মৃত্যু তিনজনের। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে তাহেরপুর রেল স্টেশন সংলগ্ন বাদকুল্লা এলাকায়। মৃতদের নাম রমা প্রসাদ ঘোষ (৭২), মুক্তিপদ সূত্রধর (৬৩), গোপীনাথ দাস (৪৭)। ট্রেনের ধাক্কায় আহত আরও একজন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, তাঁরা এ দিন প্রধানমন্ত্রী মোদীর সভায় অংশ নেওয়ার জন্য এসেছিলেন। শনিবার ভোরে শৌচকর্ম করার জন্য তাঁরা রেললাইনের ধারে গিয়েছিলেন। সেই সময়ে অসাবধানতাবশত এই দুর্ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয় ৩ জনের।

You might also like!