
বার্সেলোনা, ১৪ ডিসেম্বর : লা লিগায় কাম্প নউয়ে শনিবার রাতে ওসাসুনার বিপক্ষে ২-০ গোলে জয় পেল বার্সিলোনা। জোড়া গোল করেছেন রাফিনহা। ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারের পর, লিগে টানা সাত ম্যাচ জিতল বার্সিলোনা। ১৭ ম্যাচে ১৪ জয় ও এক ড্রয়ে কাতালান দলটির পয়েন্ট হলো ৪৩।শীর্ষস্থান তারা আরো মজবুত করল। এক ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। ওসাসুনার বিপক্ষে প্রায় ৮০ শতাংশ বল পজেশনে রেখে গোলের জন্য ২৪টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখতে পারে বার্সিলোনা। সফরকারীদের তিন শটের দুটি লক্ষ্যে ছিল। পরের ম্যাচে আগামী মঙ্গলবার কোপা দেল রের শেষ বত্রিশে তৃতীয় স্তরের দল গুয়াদালাহারার মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন বার্সিলোনা।
