Game

1 week ago

Shahil Chauhan: ২৭ বলে সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়লেন শাহিল চৌহান

Shahil Chauhan made a world record by scoring a century off 27 balls
Shahil Chauhan made a world record by scoring a century off 27 balls

 

কলকাতা, ১৮ জুন: গত বছর এশিয়ান গেমসে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরিটি করেছিলেন নেপালের কুশল মাল্লা। এরপর এক বছরের ব্যবধানে দুইবার এই রেকর্ড ভাঙল। কুশল মাল্লা, জ্যান নিকল লফটি এটন হয়ে এই রেকর্ডের নতুন মালিক হয়ে গেলেন শাহিল চৌহান।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরিটির রেকর্ড গড়লেন এস্তোনিয়ার শাহিল চৌহান। সোমবার সাইপ্রাসের বিপক্ষে মাত্র ২৭ বলে সেঞ্চুরি করলেন তিনি। ভেঙে দিলেন নামিবিয়ার জ্যান নিকল লফটি-এটনের ৩৩ বলে সেঞ্চুরির রেকর্ড। এই বছরের ফেব্রুয়ারিতে কীর্তিপুরে নেপালের বিরুদ্ধে এই রেকর্ডটি গড়েছিলেন তিনি।

সাইপ্রাসের এপিস্কোপিতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯১ রান তুলেছিল সাইপ্রাস। ১৯২ রানের লক্ষ্যকে সামনে রেখে ব্যাট করতে নেমে শাহিল চৌহানের ৪১ বলে অপরাজিত ১৪৪ রানের ইনিংসে ভর করে মাত্র ১৩ ওভারেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় এস্তোনিয়া। শাহিলের ইনিংসে ৬টি চারের পাশাপাশি ছিল ১৮টি ছক্কা।

You might also like!