Country

4 days ago

Road accident:বিধায়কের ভাইপোর গাড়ির ধাক্কায় মৃত বাইক আরোহী, অভিযুক্ত গ্রেফতার

Road accident
Road accident

 

পুণে, ২৩ জুন : বাইক আরোহীকে পিষে দিল বিধায়কের ভাইপোর গাড়ি। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুণে-নাসিক জাতীয় সড়কে। ইতিমধ্যেই পুলিশ অভিযুক্ত ময়ূর মোহিতেকে গ্রেফতার করেছে। তিনি সম্পর্কে পুণের বিধায়ক দিলীপ মোহিতে পাটিলের ভাইপো বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুণে-নাসিক জাতীয় সড়কের ভুল দিক দিয়ে গাড়ি চালাচ্ছিলেন বিধায়কের ভাইপো ময়ূর। তখনই উল্টো দিক থেকে আসা ওই বাইকটিকে ধাক্কা মারেন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর। মৃতের নাম ওম ভালেরাও।


You might also like!