Game

1 week ago

European Championship: :ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ : বেলজিয়ামের বিপক্ষে স্মরণীয় জয় পেল স্লোভাকিয়া

Slovakia scored a memorable win against Belgium
Slovakia scored a memorable win against Belgium

 

স্টুটগার্ট, ১৮ জুন : ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সেরা অঘটনগুলোর একটি গতকাল জন্ম দিল স্লোভাকিয়া। বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়েও এই দুই দলের মাঝে বিস্তর ফারাক। স্লোভাকিয়ার যেখানে ফিফা র‌্যাঙ্কিংয়ে ৪৮ নম্বরে, সেখানে বেলজিয়াম আছে তৃতীয় স্থানে। তাছাড়া দু'দলের আগের তিন দেখায় বেলজিয়ামের জয় ছিল একটি। বাকি দুই ম্যাচ ছিল ড্র।

জার্মানির স্টুটগার্টে সোমবার রাতে ‘ই’ গ্রুপের ম্যাচে ১-০ গোলে জিতেছে স্লোভাকিয়া। গোলটি করেছেন ইভান শারাঞ্জ। বেলজিয়ামের বিপক্ষে এটাই তাদের প্রথম জয়। এই গ্রুপের প্রথম ম্যাচেও অঘটন ঘটেছে। গতবারের কোয়ার্টার-ফাইনালিস্ট ইউক্রেইনকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে রোমানিয়া।


You might also like!