Entertainment

1 week ago

Rituparna Sengupta:ইডির তলবে সিজিও কমপ্লেক্সে ঋতুপর্ণা!

Rituparna in the CGO complex under the summons of the ED!
Rituparna in the CGO complex under the summons of the ED!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ঋতুপর্ণা সেনগুপ্তর (Rituparna Sengupta) নাম উঠেছে রেশন দুর্নীতি মামলায়। তাঁকে ইডি যখন প্রথম সমন পাঠায়, তখন তিনি ছিলেন বিদেশে। তাই তিনি হাজির থাকতে পারেননি। অবশেষে বুধবার তিনি সিজিও কমপ্লেক্সে উপস্থিত হলেন।

প্রাথমিক খবর অনুযায়ী, ব্যাঙ্কে লেনদেনের তথ্যর উপর ভর করেই জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে ইডি তলব করেছে। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে এর আগে ঋতুপর্ণা বলেছিলেন, “খুব অবাক হয়েছি শুনে। আমি এ ব্যাপারে সত্যিই কিছু জানি না। রেশন দুর্নীতি কী? সে সম্পর্কে আমার কোনও ধারণাই নেই।


You might also like!