kolkata

3 months ago

West Bengal Weather: সোম থেকে শুক্র কি দক্ষিণবঙ্গে বৃষ্টি? বর্ষা কবে? জানুন

Hot Climate in Kolkata (File Picture)
Hot Climate in Kolkata (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রবল গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। অস্বস্তিকর আবহাওয়া বজায় রয়েছে কলকাতাসহ সমগ্র দক্ষিণবঙ্গে। আবার দক্ষিণের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। অপরদিকে বৃষ্টিতে বানভাসি উত্তরবঙ্গ।

এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গবাসীর মনে একটাই প্রশ্ন বোধক চিহ্ন, কবে আসবে বর্ষা? আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সব ঠিকঠাক চললে আগামী চার থেকে পাঁচ দিনে উত্তরবঙ্গের বাকি অংশ এবং দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা। কিন্তু তার আগে পর্যন্ত দক্ষিণবঙ্গে গরম থাকবে। কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতি আরও জটিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একই সঙ্গে কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরের জেলাগুলিতে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উত্তরবঙ্গের উপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে। ঘূর্ণাবর্তের সঙ্গে আরও একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে বিহার থেকে মেঘালয় পর্যন্ত, যার জেরে উত্তরবঙ্গে আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আগামী ৫ দিন ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। কোচবিহার এবং আলিপুরদুয়ারে লাগাতার ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে থাকবে। দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকাতে ভারী বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।

অর্থাৎ দুর্যোগের দুর্ভোগ চলবে উত্তরবঙ্গে আরও পাঁচদিন। অন্যদিকে দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির প্রতীক্ষা আরও কিছুদিন। সিকিম, ভুটান, উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী কযেকদিনে প্রবল বৃষ্টিতে দুর্যোগের আশঙ্কা। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি চলবে আরও চার-পাঁচ দিন। উপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বর্ষণের চরম সর্তকতা। ১৬-১৭ জুন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভবনা ১৮ তারিখে থেকেই। সুখবর দিয়ে জানাল আলিপুর আবহাওয়া দফতর। এদিকে, বর্ষাও ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। আগামী ২ দিন পুরুলিয়া-সহ বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

You might also like!