West Bengal

6 days ago

Botanical Garden: হাওড়ার বোটানিক্যাল গার্ডেনে আন্তর্জাতিক যোগ দিবস পালন

International Day of Yoga celebrated at Howrah Botanical Garden
International Day of Yoga celebrated at Howrah Botanical Garden

 

হাওড়া, ২১ জুন: শুক্রবার গোটা দেশ জুড়ে সাড়ম্বরে পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস। দেশের দশম আন্তর্জাতিক যোগ দিবসে অংশ নিয়েছে রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকেও এদিন পালন করা হয় আন্তর্জাতিক যোগ দিবস। গাছে জল দান কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর ড: এ. এ. মাও–সহ বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বহু বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রতিষ্ঠানের কর্মী–আধিকারিকরা। এদিন যোগ ব্যায়ামের উপকারিতার বিষয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানে উপস্থিত বহু বিশিষ্ট ব্যাক্তি।


You might also like!