Technology

5 months ago

Gemini AI App launched in India:ভারতে বাংলা-সহ 9টি ভাষায় লঞ্চ করল গুগলের জেমিনি এআই অ্যাপ

Gemini AI App launched in India
Gemini AI App launched in India

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃভারতে আজ থেকে জেনারেটিভ এআই চ্যাটবট জেমিনির মোবাইল অ্যাপ চালু করল গুগল। এই অ্যাপটি ইংরেজি এবং নয়টি ভারতীয় ভাষায় চালু করা হয়েছে। কোম্পানিটি এই নিয়ে একটি ব্লগ পোস্টে বলে, জেমিনি অ্যাপ এবং জেমেনি অ্যাডভান্সের মাধ্যমে ব্যবহারকারীরা গুগলের সবচেয়ে সক্ষম এআই মডেলগুলি ব্যবহার করতে পারবেন। এই উভয়ই এখন নয়টি ভারতীয় ভাষায় পাওয়া যাবে। 

আজ গুগলের সিইও সুন্দর পিচাই সোশাল মিডিয়ায় এনিয়ে একটি পোস্ট করেন ৷ সেখানে তিনি জানিয়েছেন, "আজ আমরা ভারতে জেমিনি মোবাইল অ্যাপ লঞ্চ করছি ৷ ইংরেজি এবং নয়টি ভারতীয় ভাষায় এটি পাওয়া যাবে ৷ আমরা এই স্থানীয় ভাষাগুলিকে জেমিনি অ্যাডভান্সে যুক্ত করব ৷ সঙ্গে অন্যান্য আরও কিছু ফিচার এর সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে ৷ সেই সঙ্গে ইংরেজি ভাষায় জেমিনি গুগল মেসেজ লঞ্চ করা হচ্ছে ৷"

উল্লেখ্য, ওপেনএআই সংস্থার চ্যাটজিপিটির সঙ্গে পাল্লা দিতে কয়েকদিন আগেই গুগল তাদের এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনি অ্যাডভান্স লঞ্চ করেছিল ৷ এবার তারই মোবাইল ভার্সন নিয়ে আসছে গুগল ৷ আগামী কয়েক সপ্তাহের মধ্যে এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনি মোবাইল অ্যাপ আইওএস ও গুগল অ্যাপ থেকে ডাউনলোড করা যাবে ৷ এই মুহূর্তে যে জেমিনি অ্যাডভান্স রয়েছে, তার মাধ্যমে সব ধরনের তথ্য বিশ্লেষণ, ফাইল আপলোড-সহ এইআইয়ের মাধ্যমে নানান বিষয়ে অনুসন্ধান করা যায় ৷ তার সঙ্গেই এবার জুড়তে চলেছে, জেমিনি গুগল মেসেজ ৷

ভারতে সংস্থার ভাইস প্রেসিডেন্ট অমর সুব্রহ্মণ জানিয়েছেন, ভারতে যারা গুগল জেমিনি অ্যাডভান্স ব্যবহার করছেন ৷ তারা এবার থেকে জেমিনি 1.5 প্রো ব্যবহার করতে পারবে ৷ যা আরও বেশি সক্রিয় এবং অ্যাডভান্স ৷ যেখানে ইংরেজি ছাড়াও হিন্দি, বাংলা, গুজরাতি, কন্নড়, মালায়লম, মারাঠি, তামিল, তেলেগু এবং ঊর্দূ ভাষায় এর ব্যবহার করা যাবে ৷


You might also like!