Technology

4 months ago

গ্লোবাল মার্কেটে ফাঁস হল Vivo Y28s 5G ফোনের সম্পূর্ণ ফিচার্স, জেনে নিন স্পেসিফিকেশন

Vivo Y28s 5G
Vivo Y28s 5G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভিভো শীঘ্রই বাজারে নিয়ে চলেছে তাদের Y সিরিজের পরবর্তী স্মার্টফোন, Vivo Y28s 5G। সম্প্রতি ফোনটি গুগল প্লে কনসোল (Google Play Console)-এর ডেটাবেসে উপস্থিত হয়েছে, যা এর কিছু বৈশিষ্ট্য প্রকাশ করেছে। আর এখন, এক টিপস্টার ডিভাইসটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ফাঁস করেছেন। কি কি অফার করতে চলেছে Vivo Y28s 5G, আসুন দেখে নেওয়া যাক।

Vivo Y28s 5G এর দাম এবং কালার ডিটেইলস

প্রথমেই জানিয়ে দিয়েছি কোম্পানি এখনও পর্যন্ত Y28s 5G ফোনের দাম সম্পর্কে কিছু জানায়নি। তবে এই স্মার্টফোনটির দাম প্রায় 15,000 টাকা রাখা হতে পারে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি মোকা ব্রাউন এবং টুইঙ্কল পার্পল এর মতো কালার অপশন সহ পেশ করা হয়েছে।

Vivo Y28s 5G এর স্পেসিফিকেশন এবং ফিচার

ডিসপ্লে: কোম্পানির সাইটের থেকে পাওয়া তথ্য অনুযায়ী Vivo Y28s 5G স্মার্টফোনে 6.56 ইঞ্চির পাঞ্চ-হোল ডিসপ্লে সহ 90Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। কোম্পানির এই ডিসপ্লেকে ‘হাই ব্রাইটনেস স্ক্রিন’ বলেছে।

প্রসেসর: Vivo Y28s 5G স্মার্টফোন অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই স্মার্টফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.4গীগাহার্টজ স্পীডযুক্ত MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।

মেমরি: Vivo Y28s 5G স্মার্টফোনে 6GB RAM এবং 8GB RAM সহ লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে Extended RAM ফিচার এবং 8জিবি ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 16GB RAM এর ক্ষমতা দেওয়া হয়েছে।

ক্যামেরা: Vivo Y28s 5G স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সহ 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই স্মার্টফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y28s 5G স্মার্টফোনে 15ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং 5,000এমএএচ ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: এই ফোনে 8.39mm থিকনেস সহ Mocha Brown এবং 8.53mm থিকনেস সহ লঞ্চ করা কয়েছে। এই Vivo Y28s 5G স্মার্টফোনে IP54 রেটিং এবং 150% volume বুস্টার রয়েছে।


You might also like!