West Bengal

3 days ago

Fire in school two injured: হাওড়ার লিলুয়ায় গ্যাস থেকে আগুন স্কুলে, দুই শিক্ষিকা গুরুতর জখম

Gas fire at school in Howrah's Lilua
Gas fire at school in Howrah's Lilua

 

হাওড়া, ২৭ জুন: হাওড়ার লিলুয়ায় মিড ডে মিলের রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার থেকে আগুন ছড়াল স্কুলে। গুরুতর জখম হয়েছেন দুই শিক্ষিকা। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে লিলুয়ার সারদামণি প্রাথমিক বিদ্যালয়ে। বৃহস্পতিবার সকালে প্রাথমিক স্কুলে যখন প্রার্থনা হচ্ছিল, সেই সময় শব্দ শোনা যায়। তার পরই দেখা যায় স্কুলের রান্নাঘরে আগুন জ্বলছে।

স্কুলের শিক্ষকের কেউ কেউ দৌড়ে সেখানে গিয়ে দেখেন, প্রধান শিক্ষিকা তাপসী গোস্বামী এবং সহ শিক্ষিকা এমিলি সাহা অগ্নিদগ্ধ অবস্থায় ছটফট করছেন। স্কুলের অন্য শিক্ষিকেরা এবং স্থানীয় মানুষজন ছুটে এসে তাঁদের উদ্ধার করেন। খবর দেওয়া হয় পুলিশ এবং দমকলে। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। গুরুতর জখম অবস্থায় অগ্নিদগ্ধ দুই শিক্ষিকাকে কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।


You might also like!