উত্তর ২৪ পরগনা, ১৪ আগস্ট : নবান্ন অভিযানের সময় পুলিশকর্মীকে মারধরের ঘটনায় আরও এক জন গ্রেফতার। বুধবার গভীর রাতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃত মানসচন্দ্র সাহার বাড়ি নৈহাটিতে। পুলিশ সূত্রে খবর, গত ৯ অগস্ট পুলিশ কনস্টেবলকে রাস্তায় ফেলে মারধরের ঘটনায় সরাসরি অভিযুক্তের যোগ রয়েছে বলে প্রমাণ মিলেছে। এই নিয়ে নবান্ন অভিযানে পুলিশকর্মীকে হেনস্থা এবং মারধরের ঘটনায় গ্রেফতার হলো দু’জন। মানসের রাজনৈতিক পরিচয় এখনও জানা যায়নি। নবান্ন অভিযানের দিন পুলিশের কনস্টেবলকে মারধর এবং বিশৃঙ্খলা তৈরিতে তাঁর কী ভূমিকা ছিল, ঘটনায় আরও কারা কারা জড়িত ছিলেন, সে সব খতিয়ে দেখবে পুলিশ।