শ্রীনগর, ১৩ আগস্ট : কাশ্মীরের উরিতে বুধবার নিয়ন্ত্রণরেখা টপকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে কয়েকজন জঙ্গি। যদিও সেনার তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। জানা যাচ্ছে, এ দিন নিয়ন্ত্রণরেখা বরাবর কয়েকজন জঙ্গির সন্দেহজনক গতিবিধি সেনার নজরে আসে। তাদের রুখতে গেলে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। এলাকায় অনুপ্রবেশ বিরোধী এবং বিএটি অভিযান শুরু করেছে সেনা। জম্মু-কাশ্মীরের বারামুলায় বুধবার ভোরে উরি সেক্টরের বারামুলা জেলায় টিক্কা পোস্টের কাছে নিয়ন্ত্রণরেখাতে ভারতীয় সেনা ও জঙ্গিদের গুলির লড়াই হয়। সূত্রের খবর, বড় ধরনের অনুপ্রবেশের চেষ্টা করেছিল জঙ্গিরা। তাদের চেষ্টা ব্যর্থ হয়ে যায়। এলাকা জুড়ে চিরুনি তল্লাশি শুরু হয়েছে।