মুর্শিদাবাদ, ১২ আগস্ট: ব্রাহ্মণী নদীর দু'টি জায়গায় বাঁধ ভেঙে মুর্শিদাবাদের খড়গ্রাম থানার অন্তর্গত ঝিল্লি পঞ্চায়েত এলাকার একাধিক গ্রাম প্লাবিত। বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে স্থানীয় পাহাড়পুর, দীঘা, কেলাই গ্রামের নিচু এলাকায়। শনিগ্রামের নিচু অংশ, যাদবপুর, নামুযাদপুর, বাজিতপুর, রামচন্দ্রপুর ইত্যাদি গ্রামের একাংশে জল প্রবেশ করেছে। ইতিমধ্যেই প্লাবিত এলাকা পরিদর্শন করার কথা জানিয়েছে খড়গ্রামের ব্লক প্রশাসন। প্রসঙ্গত, ওই এলাকার ব্রাহ্মণী নদীর উপর থাকা মেদার মাঠের বাঁধ ভাঙা ছিল। এরপর গতকাল, সোমবার বিকেলে দীঘা গ্রামের কাছে থাকা টেংরা বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়। আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।