Technology

5 days ago

SBI Bank Accounting Linking With Phone Number:আপনার SBI অ্যাকাউন্টের সঙ্গে ফোন নম্বর সংযোগ করতে চান? জেনে নিন সহজ পদ্ধতি

SBI Bank Accounting Linking With Phone Number
SBI Bank Accounting Linking With Phone Number

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃএখন মোবাইল ব্যাঙ্কিং ও ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সমস্ত ব্যাঙ্কিং পরিষেবা গ্রাহকদের হাতের মুঠোয় নিয়ে এসেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। আর ব্যাঙ্কিং ও লেনদেন সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ের আপডেট পেতে গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে নিজেদের ফোন নম্বর রেজিস্টার করতে হবে। এর ফলে কোনও ভুয়ো লেনদেন হলেও তা গ্রাহকদের নজরে থাকে। তাই ব্যাঙ্কের সেভিং অ্য়াকাউন্টের সঙ্গে নিজের ফোন নম্বর রেজিস্টার করিয়ে রাখা জরুরি। কীভাবে মোবাইল নম্বর রেজিস্টার করাবেন জেনে নিন এখানে।

নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোবাইল নাম্বার আপডেট করার পদ্ধতি

আপনি যদি ঘরে বসে আপনার SBI অ্যাকাউন্টে মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান, তাহলে আপনি নেট ব্যাঙ্কিংয়ের সাহায্য নিতে পারেন। এর জন্য নীচের স্টেপগুলি ফলো করতে হবে:

স্টেপ-1: SBI-এর অফিসিয়াল নেট ব্যাঙ্কিং ওয়েবসাইট (https://www.onlinesbi.sbi/) এ ভিজিট করুন।

স্টেপ-2: ব্যাঙ্কের সাইট ওপেন হয়ে গেলে, পার্সোনাল ব্যাঙ্কিং-এ যাওয়ার পর লগইন করুন। সফল ভাবে লগইন করার পরে, আপনাকে ‘Profile‘ সেকশনে যেতে হবে।

স্টেপ-3: তারপর আপনাকে ‘Personal Details‘ অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ-4: তারপর মোবাইল নাম্বার চেঞ্জ এর অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ-5: পরের স্ক্রিনে আপনাকে নতুন মোবাইল নাম্বার দিতে বলা হবে। একবার হয়ে গেলে ‘OK’ তে ক্লিক করুন।

তারপর আপনার মোবাইল নাম্বার টি রেজিস্ট্রার হবে বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক হয়ে যাবে। আপনি রেজিস্ট্রার মোবাইল নাম্বার চেঞ্জ করার বিষয়ে ব্যাঙ্ক থেকে একটি Confirmation মেসেজ পাবেন।

ব্রাঞ্চ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোবাইল নাম্বার চেঞ্জ করার পদ্ধতি

আপনি যদি আপনার রেজিস্ট্রার মোবাইল নাম্বার ব্রাঞ্চে গিয়ে চেঞ্জ করতে চান, তাহলে আপনি নিকটতম SBI শাখায় গিয়ে সেটি করতে পারেন

স্টেপ -1: প্রথমে নিকটতম SBI শাখায় যান। গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেমন আধার কার্ড, পাসবুক ইত্যাদি সঙ্গে রাখুন।

স্টেপ-2: তারপরে SBI আধিকারিককে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেজিস্ট্রার মোবাইল নাম্বার আপডেট করতে বলুন।

স্টেপ-3: তারপর আপনাকে একটি ফর্ম দেওয়া হবে, সেটা আপনাকে ফিল আপ করতে হবে এতে নতুন ফোন নাম্বার সহ সমস্ত গুরুত্বপূর্ণ ডিটেইলস লিখতে হবে।

স্টেপ-4: আপনার মোবাইল নাম্বার আপডেট করার রিকোয়েস্ট পাঠানোর জন্য এক্সিকিউটিভের কাছে ফর্মটি জমা দিন।

স্টেপ-5: ফর্ম জমা দেওয়ার পরে ব্যাঙ্ক আপনাকে SMS বা ইমেলের মাধ্যমে আগামী কয়েক দিনের মধ্যে ফোন নাম্বার পরিবর্তন সম্পর্কিত তথ্য পাঠাবে।

আপনি উপরে উল্লিখিত পদ্ধতির মাধ্যমে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টেও রেজিস্ট্রার মোবাইল নাম্বারটি চেঞ্জ করতে পারেন। মোবাইল নাম্বার পরিবর্তনের পদ্ধতি কমবেশি একই থাকে।

You might also like!