
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সোমবার রাতের দিল্লি বিস্ফোরণের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশে। সেই ঘটনার প্রভাব এবার পড়ল বলিউডেও। বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে পিছিয়ে গেল রণবীর সিং অভিনীত আসন্ন ছবি ‘ধুরন্ধর’-এর ট্রেলার প্রকাশের তারিখ। ১২ নভেম্বর, বুধবার এই ট্রেলার মুক্তির অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তবে পরিস্থিতি বিবেচনা করে অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন ছবির নির্মাতারা।
ইতিমধ্যেই প্রযোজনা সংস্থার অফিসিয়াল সোশাল মিডিয়া হ্যান্ডেলে সেই খবর জানানো হয়েছে ছবির টিমের তরফে। পোস্টে লেখা হয়েছে, ‘১২ নভেম্বর বুধবার ধুরন্ধর ছবির ট্রেলার লঞ্চ হওয়ার কথা ছিল। সেইমতো সমস্ত আয়োজনও হয়েছিল। কিন্তু দিল্লি বিস্ফোরণের মতো এমন এক দুর্ঘটনায় অজস্র মানুষ প্রাণ হারিয়েছেন। এই শোকের আবহে আমরা আমাদের ট্রেলার লঞ্চের অনুষ্ঠানটি আমরা স্থগিত রাখা হল। আগামীতে কবে আমাদের নতুন ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের দিন নির্ধারিত হলে তা আনুষ্ঠানিকভাবে আমরা ঘোষণা করব।’
তবে এখানেই শেষ নয়, কানাঘুষো শোনা যাচ্ছে যে, এই মুহূর্তে কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর শারীরিক অসুস্থতার জেরেও রীতিমতো মনখারাপ সকলের। সেই আবহে অভিনেতা তাঁর পরিবারের প্রতি সম্মান জানিয়েও নাকি এদিনের এই অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৫ ডিসেম্বর রণবীরের এই ছবি মুক্তি। শুধু *‘ধুরন্ধর’* নয়, দিল্লি বিস্ফোরণের প্রভাব পড়েছে *‘ককটেল ২’* ছবির শুটিংয়েও। বুধবার, ১২ নভেম্বর থেকে রাজধানীতে শুরু হওয়ার কথা ছিল ছবির দ্বিতীয় দফার শুটিং। শাহিদ কাপুর, রশ্মিকা মন্দানা ও কৃতি স্যাননের সঙ্গে পুরো টিম প্রস্তুতিও নিয়ে ফেলেছিল সপ্তাহব্যাপী শুটিংয়ের জন্য। কিন্তু দিল্লির ভয়াবহ বায়ুদূষণের পাশাপাশি বিস্ফোরণের ঘটনার কারণে বাধ্য হয়ে শুটিং স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।
