Country

4 days ago

Suraj Revanna:যৌন হেনস্থার অভিযোগে এবার গ্রেফতার প্রজ্বলের ভাই বিধায়ক সূরজ রেভান্না

Suraj Revanna
Suraj Revanna

 

বেঙ্গালুরু, ২৩ জুন: লোকসভা নির্বাচনের মাঝেই গ্রেফতার হন জেডিএস নেতা তথা প্রাক্তন সাংসদ প্রজ্বল রেভান্না। তাঁর বিরুদ্ধে ধর্ষণ এবং যৌনতার ভিডিয়ো টেপ বানানোর অভিযোগ রয়েছে। এবার যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার হলেন প্রজ্বল রেভান্নার ভাইও। যৌন হেনস্থা মামলায় গ্রেফতার করা হল জনতা দল (সেকুলার)-র নেতা তথা বিধান পরিষদের সদস্য সূরজ রেভান্নাকে। দলের এক পুরুষ কর্মীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। কর্নাটক পুলিশের তরফে জানানো হয়েছে, জেডি(এস)-এর এক কর্মীর অভিযোগের ভিত্তিতেই সূরজ রেভান্নাকে গ্রেফতার করা হয়েছে।

অভিযোগকারী জেডি(এস)-এর ওই কর্মী জানিয়েছেন, গত ১৬ জুন সূরজ রেভান্না তাঁর ফার্ম হাউসে ডেকে যৌন হেনস্থা করেন। মুখ বন্ধ রাখলে ওই কর্মীকে রাজ্য রাজনীতিতে উত্থানে সাহায্য করবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছিলেন সূরজ, এমনটাই দাবি অভিযোগকারীর।

প্রসঙ্গত, শনিবার সূরজ রেভান্না ও তাঁর সহকারী পুলিশে অভিযোগ জানিয়েছিলেন যে দুই ব্যক্তি তাঁদের ব্ল্যাকমেল করছে। 'মিথ্যা' যৌন হেনস্থার মামলায় তাঁকে ফাঁসানোর ষড়যন্ত্র করা হচ্ছে।


You might also like!