Breaking News
 
SIR in West Bengal: কমিশনের পরাজয় ‘সুপ্রিম’ আদালতে! লজিক্যাল অসংগতির তালিকা প্রকাশের নির্দেশ, অভিষেকের কটাক্ষ Supreme Court on SIR: এসআইআর মামলায় তৃণমূলের বড় জয়, সুপ্রিম কোর্টের নির্দেশে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য Supreme Court: বিডিও-র জালে এবার আইন! স্বর্ণকার খুনের ঘটনায় মিলল না আগাম জামিন, আত্মসমর্পণের কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের SSC: এসএসসিতে বয়সের ছাড়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের; বিপাকে হাজার হাজার চাকরিপ্রার্থী Prime Minister Narendra Modi :সিঙ্গুরে মোদী-ম্যাজিক কি ফিকে? শিল্পের দিশা না পেয়ে মাঝপথেই সভা ছাড়লেন সমর্থকরা—অস্বস্তির মুখে রাজ্য বিজেপি নেতৃত্ব Abhishek Banerjee: ‘বাংলা নয়, সময় হয়েছে আপনাদের পাল্টানোর!’ সিঙ্গুরের মঞ্চ থেকে মোদীর আক্রমণের জবাবে হুঙ্কার দিলেন অভিষেক

 

Life Style News

1 year ago

Kidney Stone Reason:দীর্ঘ ক্ষণ প্রস্রাব চেপে রাখেন? জানেন কত বড় বিপদ ডেকে আনছেন নিজের জন্য

What happens if you hold urine for a long time?
What happens if you hold urine for a long time?

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  অনেকেরই প্রস্রাব চেপে রাখার স্বভাব থাকে। এই অভ্যাস কিন্তু মোটেই ভাল নয়। এই অভ্যাসের কারণে প্রস্রাবের সংক্রমণের ঝুঁকি বাড়ে। মূত্রনালিতে উপস্থিত কিছু ব্যাক্টেরিয়া প্রস্রাবের মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে যায়। দীর্ঘ সময় মূত্রথলিতে প্রস্রাব আটকে রাখলে, ব্যাক্টেরিয়াগুলির দ্রুত বংশবৃদ্ধি হয়, যা ডেকে আনে বিভিন্ন ধরনের সংক্রমণ। শুধু তা-ই নয়, এই অভ্যাসের কারণে শরীরে আরও নানা রকম সমস্যা হতে পারে। জেনে নিন সেগুলি কী কী।

অনেকক্ষণ প্রস্রাব আটকে রাখার অসুবিধা

মূত্রাশয় স্ট্রেন

মূত্রাশয়কে ইউরিন ব্যাগ বলে। আপনি যদি ঘন্টার জন্য প্রস্রাব আটকে রাখেন তবে এটি মূত্রাশয়ে চাপ সৃষ্টি করতে পারে। এমন পরিস্থিতিতে মূত্রাশয় ফেটে যাওয়ার মতো গুরুতর সমস্যায় পড়তে হতে পারে। আপনার দীর্ঘ সময় ধরে প্রস্রাব নিয়ন্ত্রণ করা উচিত নয়।


মূত্রনালীর সংক্রমণ

দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখলে মূত্রনালীর সংক্রমণ হতে পারে। এই সমস্যায় প্রস্রাব করার সময় জ্বালাপোড়া ও চুলকানি শুরু হয়। পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। বাইরে বের হলেও প্রস্রাব চেপে রাখবেন না। প্রয়োজনীয় সুরক্ষার সঙ্গে টয়লেট ব্যবহার করুন।


প্রস্রাব লিক হওয়া

প্রস্রাব বন্ধ করার অভ্যাসের কারণে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রস্রাব বের হওয়ার সমস্যায় পড়তে হয় অনেকেই। আসলে মূত্রাশয়ের দুর্বলতার কারণে প্রস্রাব বের হওয়ার সমস্যা হয়।


কিডনি পাথর

প্রস্রাবে অ্যাসিড এবং ক্যালসিয়াম অক্সালেট থাকে। ইউনিককে দীর্ঘদিন নিয়ন্ত্রণে রাখলে পাথরের সমস্যা হতে পারে। আপনার প্রস্রাব আটকে রাখার অভ্যাস কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

You might also like!