Game

6 hours ago

Saudi Super Cup: সৌদি সুপার কাপ, আল-আহলির কাছে শিরোপা হারাল আল নাসর

Al Nassr vs Al Ahli Highlights, Saudi Super Cup Final
Al Nassr vs Al Ahli Highlights, Saudi Super Cup Final

 

হংকং, ২৪ আগস্ট  : সৌদি সুপার কাপের ম্যাচের ফাইনালে আল নাসর হেরে গেল আল আহলির কাছে। রোনাল্ডো প্রথম গোলটি করে লিড এনে দিয়েছিলেন আল নাসরকে। ম্যাচ যখন পেনাল্টিতে গড়াল, সেখানেও প্রথম শট নিয়ে মিস করেননি পর্তুগিজ সুপারস্টার। কিন্তু তার দল আল নাসর সৌদি সুপার কাপের শিরোপা জিততে পারল না। আল-আহলির কাছে পেনাল্টিতে ৫-৩ গোলে হেরেছে। আল নাসর চতুর্থ শটে গোল করতে ব্যর্থ হলে আল-আহলি পঞ্চম শটেও গোল করে। ফলে আল নাসরের আর পঞ্চম শট নেওয়ার সুযোগই ছিল না।

হংকং স্টেডিয়ামে খেলতে নামার আগে আল নাসরের হয়ে শততম গোল করার মাইলফলকের সামনে দাঁড়িয়ে ছিলেন রোনাল্ডো। ৪১ মিনিটে মাইলফলক পূর্ণ করেন পর্তুগিজ তারকা। স্পট কিক থেকে দলকে এগিয়ে দেন তিনি। রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে একশটির বেশি করে গোল করেছেন তিনি। আল-আহলি প্রথমার্ধেই ব্যবধান সমান করে ফেলে। ফ্রাঙ্ক কেসির বুলেটগতির শটে আল নাসরের লিড কাটায় তারা। আল নাসর ফের এগিয়ে যায় ম্যাচের ৮২ মিনিটে—মার্সেলো ব্রজোভিচের গোলে। শিরোপা তখন থেকে মাত্র মিনিট পাঁচেকের দূরত্ব। তাদের কাছ থেকে শিরোপা কেড়ে নিল আল-আহলি। ৮৯ মিনিটে দ্বিতীয়বার সমতায় ফেরে আল-আহলি। এরপর তো শিরোপাই জিতল তারা।

You might also like!