kolkata

2 hours ago

Mamata Banerjee: উদ্বোধনের আগে ‘নস্টালজিক’ মুখ্যমন্ত্রী, মেট্রো প্রকল্প নিয়ে স্মৃতিচারণ সোশাল মিডিয়ায়!

Mamata Banerjee
Mamata Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  “আজ আমায় একটু নস্টালজিক হতে দিন।” — মেট্রোর তিনটি সম্প্রসারিত রুটের উদ্বোধনের আগে এমনই এক আবেগঘন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন কলকাতায় এসে নতুন মেট্রো রুটের উদ্বোধনের প্রস্তুতিতে, ঠিক তার আগে সোশ্যাল মিডিয়ায় নিজের  ভূমিকা ও রাজ্য সরকারের অবদানের স্মরণ করলেন মুখ্যমন্ত্রী। যদিও এই ঐতিহাসিক উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী থাকছেন না, তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে এই প্রকল্পগুলির সূচনা হয়েছিল তাঁর প্রশাসনের সময়েই, এবং রাজ্যের সক্রিয় উদ্যোগেই আজকের এই পরিণতি। 

একসময় তিনি রেলমন্ত্রী ছিলেন। তারপর গত ১৪ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী। রেলমন্ত্রী থাকাকালীন তাঁর নেওয়া পদক্ষেপ আজ বাস্তবায়ন হল। এদিন স্মৃতি উসকে X হ্যান্ডেলে মমতা লেখেন,  “আজ একটু নস্টালজিক হতে দিন।” এরপরই তিনি লেখেন, “ভারতের রেলমন্ত্রী হিসেবে, আমি মেট্রোপলিটন কলকাতায় মেট্রো  রেলওয়ে করিডরের পরিকল্পনা এবং অনুমোদন করেছিলাম। নীলনকশা তৈরি করেছি। তহবিলের ব্যবস্থা করেছি। কাজ শুরু করেছি এবং নিশ্চিত করেছি যে শহরের বিভিন্ন প্রান্ত (জোকা, গড়িয়া, বিমানবন্দর, সেক্টর ফাইভ) যাতে একটি আন্তঃনগর মেট্রো গ্রিডের মাধ্যমে সংযুক্ত হতে পারে।” 

২০১১ সালে তিনি মুখ্যমন্ত্রী হন। তারপর মেট্রোর কাজে রাজ্যের অবদানের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী লেখেন, “পরবর্তীকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে আমি প্রকল্পগুলি বাস্তবায়নে অংশ নেওয়ার অতিরিক্ত সুযোগ পেয়েছি। রাজ্য থেকে আমি বিনামূল্যে জমি, পাকা রাস্তার ব্যবস্থা করেছি। গৃহহারাদের পুনর্বাসনের ব্যবস্থা  করেছি। প্রকল্পগুলি বাস্তবায়নে সর্বাত্মক সহায়তা নিশ্চিত করেছি। আমাদের মুখ্যসচিবরা এর বাস্তবায়নে সংস্থাগুলির সঙ্গে নিয়মিত বৈঠক করেছেন। রেলমন্ত্রী হিসেবে আমি যে পরিকল্পনা করেছিলাম, সেগুলির বাস্তবায়নেও আমি অংশগ্রহণ করেছি।” শেষে তিনি লেখেন, “মেট্রো পরিকাঠামোর সম্প্রসারণ আমার জন্য  একটি দীর্ঘ যাত্রা ছিল। আজ আমাকে কিছুটা নস্টালজিক হতে দিন।” 

এদিন আবার রাজ্য সিপিএমের তরফে সোশ্যাল মিডিয়ায় বলা হয়, ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডর পূর্বতন বামফ্রন্টের সরকারের দূরদর্শিতার ফল। সোশ্যাল মিডিয়ায় সিপিএম লেখে, “কলকাতার ইস্ট–ওয়েস্ট মেট্রো করিডর- বামফ্রন্ট সরকারের দূরদর্শী পরিকল্পনার ফসল। ২০০৯ সালের ২২ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী প্রণব মুখোপাধ্যায়, রাজ্যের পরিবহণ মন্ত্রী সুভাষ চক্রবর্তী, সাংসদ সুধাংশু শীল, অমিতাভ নন্দী, তড়িৎবরণ তোপদার, মহম্মদ সেলিম-সহ বহু বিশিষ্ট মানুষের উপস্থিতিতে এই প্রকল্পের শিলান্যাস হয়।” 

তিনটি নতুন মেট্রো রুট চালু হওয়ার সঙ্গে সঙ্গে কলকাতার পরিবহণ ব্যবস্থায় যে গতি ও স্বাচ্ছন্দ্য আসবে, তা বলাই বাহুল্য। স্বাভাবিকভাবেই এই নতুন মেট্রো পরিষেবার সূচনার অপেক্ষায় উৎসাহে ভরে আছে শহরবাসী।

You might also like!