দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ‘স্বচ্ছ ভারত মিশন’-এর আওতায় দেশের সবচেয়ে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পাবলিক টয়লেট ব্যবস্থার স্বীকৃতি পেল কলকাতা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে কলকাতা পুরসভাকে পাঠানো হয়েছে 'ODF (Open Defecation Free) Plus' সার্টিফিকেট। এই স্বীকৃতি অনুযায়ী, শহরের প্রতিটি ওয়ার্ড এখন সম্পূর্ণভাবে খোলা জায়গায় শৌচকর্মমুক্ত। পাশাপাশি, প্রতিটি গণ শৌচালয় স্বাস্থ্যসম্মত এবং রোগ-সংক্রমণের সম্ভাবনাহীন বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
বর্তমানে কলকাতা পুরসভার অধীনে ৪৭৮টি গণ শৌচালয় রয়েছে, যার মধ্যে শুধুমাত্র মহিলাদের জন্য নির্ধারিত রয়েছে প্রায় ১৭টি শৌচালয়। এই শৌচালয়গুলির রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে, যার সুফল মিলছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পুরসভা সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য মন্ত্রকের একটি বিশেষ দল কয়েক মাস আগে কলকাতার বিভিন্ন শৌচালয় পরিদর্শন করে। গোপনে বিভিন্ন ওয়ার্ড ঘুরে তারা শৌচাগারগুলির পরিষ্কার-পরিচ্ছন্নতা, পানীয় জল, হ্যান্ড ওয়াশ, আলো ও সুরক্ষার মতো নানা দিক খতিয়ে দেখে।
প্রসঙ্গত, এই সাফল্যের ধারাবাহিকতায় আগামী দিনে আরও পরিকল্পনা নিয়েছে পুরসভা। যথাক্রমে,শহরের পাঁচটি মেডিক্যাল কলেজ চত্বরে তৈরি হবে নতুন গণ শৌচালয়। ইএম বাইপাস থেকে কামালগাজি পর্যন্ত ৯টি নতুন শৌচালয় নির্মাণের পরিকল্পনা চলছে। উত্তর থেকে দক্ষিণ কলকাতা জুড়ে মহিলাদের জন্য শৌচালয়ের সংখ্যা বাড়ানো হবে। এই লক্ষ্যে উপযুক্ত সরকারি জমি চিহ্নিত করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বলে পুরসভা জানিয়েছে।