Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Country

2 months ago

Uttarakhand Cloudburst: উত্তরাখণ্ডের চমোলিতে ত্রাণ ও উদ্ধারকাজ চলছে

Uttarakhand Cloudburst
Uttarakhand Cloudburst

 

দেহরাদূন, ২৪ আগস্ট  : উত্তরাখণ্ডের চমোলি জেলায় প্রবল বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জানা গেছে , প্রায় ৪১টি বাড়ি, ৩০টিরও বেশি দোকান ও ১১টি গাড়ি নষ্ট হয়েছে। এক তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে, এক বৃদ্ধ এখনও নিখোঁজ। ইতিমধ্যেই প্রায় ১৫০ জনকে ত্রাণশিবিরে আশ্রয় দেওয়া হয়েছে। দেবাল ও থারালি ব্লকের ৬৩টি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ। ধসে কর্ণপ্রয়াগ-থারালি-দেওয়াল রাস্তার যাতায়াত ব্যাহত। প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও আইটিবিপি উদ্ধারকাজ চালাচ্ছে। চিকিৎসক, নার্স, ওষুধ, অ্যাম্বুল্যান্স এবং হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা পরিষ্কার ও যোগাযোগ ব্যবস্থা পুনর্গঠনের চেষ্টা চলছে।

You might also like!