Game

6 hours ago

Man City 0-2 Tottenham: সিটিকে হারিয়ে টটেনহ্যাম উঠল লিগ টেবিলের শীর্ষে

Man City 0-2 Tottenham
Man City 0-2 Tottenham

 

ম্যানচেস্টার, ২৪ আগস্ট : ম্যানচেস্টার সিটিকে হারাল টটেনহ্যাম। লিগে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেল তারা। গতকাল ম্যানচেস্টার সিটির ঘরের মাঠে স্বাগতিকদের ২-০ গোলে হারিয়েছে তারা। সিটির ডেরায় এটা টটেনহ্যামের টানা দ্বিতীয় জয়, গত মরসুমে লিগের ম্যাচটিতে ৪-০ গোলে জিতেছিল তারা। সব মিলিয়ে শেষ চার ম্যাচে সিটির বিপক্ষে টটেনহ্যামের এটা তৃতীয় জয়। আর সিটিকে হারিয়ে টটেনহ্যাম উঠেছে লিগ টেবিলের শীর্ষে। ২ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট তাদের নামের পাশে, ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে চেলসি। এক ম্যাচ খেলা লিভারপুল ৩ পয়েন্ট নিয়ে তিন, সিটি চার ও নটিংহ্যাম ফরেস্ট পাঁচে অবস্থান করছে। ৩৫ মিনিটে রিচার্লিসনের অ্যাসিস্টে ব্রেনান জনসনের গোলে এগিয়ে যায় টটেনহ্যাম। পরের গোলটি প্রথমার্ধেই করে সফরকারী দল। সিটির ডি বক্সে ফাঁকায় বল পেয়ে পালহিনহা লক্ষ্যভেদ করেন।

You might also like!