পূর্ণিয়া, ২৪ আগস্ট : এসআইআর-এর বিরুদ্ধে বিহারে চলছে "ভোটার অধিকার যাত্রা"। রবিবার পূর্ণিয়ায় পৌঁছল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বাধীন এই যাত্রা। অংশ নেন আরজেডি নেতা তেজস্বী যাদবও। রাহুল ও তেজস্বী বাইক র্যালিতেও অংশ নেন। যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে চলছে ভোটার অধিকার যাত্রা। রবিবার অষ্টম দিনে পড়েছে ভোটার অধিকার যাত্রা। এই যাত্রার মাধ্যমে বিহারের ভোটারদের তাঁদের অধিকার সম্পর্কে সচেতন করছে কংগ্রেস ও আরজেডি। বহু কংগ্রেস ও আরজেডি নেতা-কর্মীরা ভোটার অধিকার যাত্রায় অংশ নেন।